নিজস্ব প্রতিবেদন : থানার ছাদে বিদেশি যুগলের ঘনিষ্ঠ হওয়ার ভিডিও প্রকাশ্যে এল। সেই ভিডিও সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়তেই দেখা দিয়েছে বিতর্ক। ঘটনাটি উদয়পুর থানার। তবে, রাজস্থান পুলিসের তরফে এই ঘটনার সত্যতা স্বীকার করা হয়নি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ভিডিওতে দেখা গিয়েছ, উদয়পুর থানার ছাদের উপরে ঘনিষ্ঠ অবস্থায় রয়েছেন বিদেশি যুগল। থানা সংলগ্ন রাস্তা থেকে সেই ঘটনার ভিডিও তোলেন পথ চলতি মানুষ। সেই ভিডিও প্রকাশ্যে আসে। তবে, পরিচয় জানা যায়নি ওই যুগলের।


আরও পড়ুন- ইন্দোরে গাড়ি ধাক্কায় ভেঙে পড়ল বহুতল, মৃত কমপক্ষে ১০


রাজস্থান পুলিসের দাবি, ছাদে ওঠার একটি মাত্র সিড়ি থানার ভিতর দিয়েই উঠেছে। ফলে, তাঁরা যখন ছাদে উঠলেন তাঁদেরকে কেউ লক্ষ্য করেনি এটা হতে পারে না।     


উল্লেখ্য, ২০১৭-র এপ্রিল মাসে, দিনের ব্যস্ত সময় হঠাত্ই পর্ন ভিডিও চলতে দেখা যায় দিল্লির রাজীব চক মেট্রো স্টেশনের টিভিতে। ২৫ সেকেন্ডের ভিডিওটি ভাইরাল হয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।