নিজস্ব প্রতিবেদন: হাথরস কাণ্ডের রেশ কাটতে না কাটতেই ফের খবরের শিরোনামে যোগী রাজ্য। এবার ঘটনাস্থল প্রতাপগড়। লাগাতার যৌন হেনস্থার শিকার হয়ে আত্মঘাতী এক নাবালিকা। ঘটনাটি ঘটেছে বাঘরাই অঞ্চলে। তদন্তে নেমে ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে পুলিস। বাকিদের খোঁজে চলছে তল্লাসি। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: কেন্দ্রীয় মন্ত্রী চিন্ময়ানন্দের বিরুদ্ধে আনা ধর্ষণের অভিযোগ অস্বীকার করলেন আইনের ছাত্রী


পুলিস সূত্রের খবর, একই গ্রমের তিন যুবকের হাতে লাগাতার যৌন হেনস্থার শিকার হয়ে, মানসিক ভাবে ভেঙে পড়েছিল সে। শেষপর্যন্ত বাড়ির পাশে একটি কুয়োয় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে নাবালিকা। যোগী রাজ্যে একের পর এমন ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে। প্রশাসনিক ব্যবস্থা নিয়েও প্রশ্ন তুলেছে অনেকেই। একদিনে হাথরস কাণ্ডের দোষীরা এখনও চলছেই। শোনা  যাচ্ছে ধীরে ধীরে তদন্তে গতি বাড়াচ্ছে CBI। তবে তার মধ্যেও একাধিক ধর্ষণের ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে রাজ্যের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে।