ওয়েব ডেস্ক: দেশের অনেক রাজ্যই দখল করে নেওয়া গিয়েছে, রাজনৈতিকভাবে। গেরুয়া রঙে রাঙিয়ে দেওয়া গিয়েছে দেশের অনেকটা অঞ্চলই। এবার ত্রিপুরা দখল করতে মরিয়া বিজেপি। ঘরে ঘরে জনসংযোগের নির্দেশ দিয়েছেন সভাপতি অমিত শাহ। তারই অঙ্গ হিসেবে রবিবার বিজয় উত্সযপ পালন করল গেরুয়া পার্টি। উপলক্ষ্য রাষ্ট্রপতি পদে রামনাথ কোবিন্দের জয়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন প্রাক্তন রাষ্ট্রপতি আবদুল কালামের মূর্তি ঘিরে শুরু হয়ে গেল বিতর্ক


ছিলেন বিজেপির সর্বভারতীয় তপশিলি মোর্চা সভাপতি বিনোদ সোনকর। বিজেপি ত্রিপুরার ভোটে জিতলে দলের রাজ্য সভাপতি বিপ্লব দেবই হবেন মুখ্যমন্ত্রী। জানিয়ে দিয়েছেন সোনকর। এবং এই ঘোষণার পরেই গোষ্ঠীকোন্দলের আশঙ্কা দেখা দিয়েছে রাজ্য বিজেপিতে।


আরও পড়ুন  বন্যাত্রাণে সোনাদান