নিজস্ব প্রতিবেদন: একদিকে ভীম আর্মি এবং অন্যদিকে শাহিনবাগের আন্দোলনকারীদের পদযাত্রাকে কেন্দ্র করে উত্তপ্ত দিল্লি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

একদিকে, চন্দ্রশেখর আজাদের নেতৃত্বে ভীম আর্মির সদস্যরা মান্ডি হাউস থেকে সংসদ পর্যন্ত যাত্রা শুরু করে। অন্যদিকে, অন্তত ৫০০০ শাহিনবাগ আন্দোলনকারী অমিত শাহর বাসভবন পর্যন্ত মিছিল নিয়ে যাত্রা শুরু করে।



আরও পড়ুন-রাজাবাজারে ফলপট্টিতে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ৭টি ইঞ্জিন


কয়েকদিন ধরেই খবর ছিল শাহিনবাগের আন্দোলনকারীদের সঙ্গে দেখা করতে চান অমিত শাহ। কিন্তু শনিবার জানিয়ে দেওয়া হয়, স্বরাষ্ট্রমন্ত্রীর এমন কোনও পরিকল্পনা নেই।


শনিবার শাহিনবাগের আন্দোলনকারীরা দিল্লি পুলিসের কাছে মিছিল করার জন্য আবেদন করেন। কিন্তু সেই আবেদন নাকচ করে দেওয়া হয়। এর মধ্যেই মিছিল করে এগিয়ে যান হাজার পাঁচেক আন্দোলনকারী।


আরও পড়ুন-এখনও বিপদ মুক্ত নয় পোলবা দুর্ঘটনায় আহত খুদে ঋষভ, পর্যবেক্ষণে খুদে পড়ুয়া


পুলিসের কথা না শুনেই আন্দোলনকারীরা অমিত শাহর বাড়ির কাছে পৌছে যান। কৃষ্ণ মেনন মার্গে অমিত শাহর বাড়ির আগেই পুলিস ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয়। ব্যারিকেড পর্যন্ত পৌঁছে যান আন্দোলনকারীরা। পুলিসের সঙ্গে কথা বলেন অন্দোলনকারীরা। তাঁদের বলা হয় মিছিলেন অনুমতি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রীর বাড়ি পর্যন্ত আসতে। শেষপর্যন্ত ফিরতে বাধ্য হন আন্দোলনকারীরা।