ওয়েব ডেস্ক: ইট মারলে পাটকেল খেতেই হয়! হ্যাঁ, এই কথাটাই এখন আন্তর্জাতিক রাজনীতির ওয়ান লাইনার। পাকিস্তানের একের পর এক হামলা! কখনও সন্ত্রাস তো কখনও লাইন অব কন্ট্রোল লঙ্ঘন করে বুলেট এসেছে ভারতে। দেশকে আগলে বুলেটের সামনে বুক পেতেছেন সেনা জাওয়ানরা। লাশের মিছিল বেড়েই চলেছিল। অবশেষে শান্ত শীতল অবস্থান থেকে একটু উষ্ণ জবাব দিল ভারত। প্রত্যাঘাতের জবাব। লাইন অব কন্ট্রোল পেরিয়ে পাকিস্তানের সন্ত্রাস ঘাটিতে সেন জওয়ানদের 'সার্জিক্যাল স্ট্রাইক'। একেবারে ব্লু প্রিন্ট কষে সতর্কীকরণ। ভারতীয় সেনা জওয়ানদের এই সাহসের পাশে দাঁড়িয়েছে গোটা দেশ। ১৮ জন শহীদের মৃত্যু ব্যর্থ হবার নয়, এই ঘোষণাই তো করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার হাতেনাতে ফল। পরাক্রমী জাওয়ানদের সাহসিকতায় গর্বিত গোটা দেশ। বাদ গেল না বলিউডও। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

'সার্জিক্যাল স্ট্রাইকের' আগেই দেশ ছেড়েছেন পাকিস্তানের অভিনেতা ফওয়াদ খান। আর প্রত্যাঘাতের ২৪ ঘণ্টার মধ্যেই সেনাদের পরাক্রমকে ধন্যবাদ জ্ঞাপন করলেন শাহরুখ খান। শুধু ধন্যবাদই নয়, ভারতীয় সেনা জাওয়ানদের সুরক্ষার জন্যও তিনি প্রার্থনা করেছেন। 


 




টুইট করেছেন অমিতাভ বচ্চনও। "সন্ত্রাসের বিরুদ্ধে ভারতীয় সেনা জাওয়ানদের পরাক্রমে গর্ব হচ্ছে", টুইট অক্ষয় কুমারের।