ওয়েব ডেস্ক : নতুন কোনও ১০০০ টাকার নোট বাজারে আসছে না। বরং এই মুহূর্তে সরকারের লক্ষ্য আরও বেশি করে ছোট অঙ্কের নোট ছাপানো। স্পষ্ট জানিয়ে দিলেন কেন্দ্রীয় অর্থসচিব শক্তিকান্ত দাস।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মঙ্গলবারই হঠাত্ খবর ছড়িয়ে পড়ে যে, নতুন ১০০০ টাকার নোট বাজারে নিয়ে আসছে কেন্দ্র। এমনকী নতুন নোটের নকশাও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। তারপরই আজ টুইটারে শক্তিকান্ত দাস জানান যে, এই মুহূর্তে ১০০০ টাকার নোট বাজারে আনার কোনও পরিকল্পনাই সরকারের। সরকারের এখন মূল নজর, আরও বেশি করে ৫০০ এবং ১০০ টাকার নোট ছাপানোয়।



সেইসঙ্গে তিনি আরও বলেন, এখনও যেসব জায়গা থেকে ATM-এ টাকা না থাকার অভিযোগ আসছে, সেগুলো দ্রুত খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি তিনি সাধারণ মানুষকে অনুরোধ করেন, যেটুকু টাকা প্রয়োজন, ATM থেকে সেইটুকুই টাকা তুলুন। অযথা বেশি টাকা তুলে অন্যের অসুবিধা করবেন না।



আরও পড়ুন, মোদীর মুকুটে নতুন পালক, ফেসবুকের 'মোস্ট ফলোড ওয়ার্ল্ড লিডার'-এর স্বীকৃতি