নিজস্ব প্রতিবেদন: তিরুঅনন্তপুরমে তাঁর কা‌র্যালয়ে হামলা চালিয়েছে ভারতীয় জনতা ‌যুবা মোর্চা। এমনটাই অভি‌যোগ করলেন কংগ্রেস সাংসদ শশী থারুর।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সোমবার তাঁর কা‌র্যালয়ে ঢুকে তছনছ করে একদল লোক। শশীর অভি‌যোগ, অফিসে বিভিন্ন পোস্টারে, দরজায়, দেওয়ালে কালি লেপে দেওয়া হয়। হোড়িং টেনে নামিয়ে দেওয়া হয়। অফিসে বিভিন্ন অনুরোধ নিয়ে আসা সাধারণ নাগরিকদের তাড়িয়ে দেওয়া তো বটেই তাদের খুনের হুমকিও দেওয়া হয়। কংগ্রেস সাংসদের প্রশ্ন, ‘এটাই কি দেশের মানুষ চেয়েছিল? আমি ‌যতদূর জানি এটা কোনও হিন্দুত্ব নয়।’



আরও পড়ুন-প্যান্ডেল ভেঙে আহত ৭৬, অসুস্থদের দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী, দেখুন ভিডিও


উল্লেখ্য থারুরের ‘হিন্দু পাকিস্তান’ মন্তব্যের প্রায় এক সপ্তাহ পরে ওই হামলা হল। হামলাকারীরা শশীর অফিসে হিন্দু পাকিস্তান লেখা একটি ব্যানারও টাঙিয়ে দিয়ে ‌যায়। থারুরকে খুন করারও হুমকি দেওয়া হয় বলে অভি‌যোগ। একাধিক ট্যুইট করে হামলার ঘটনার কথা জানিয়েছেন কংগ্রেস সাংসদ। তাঁর মন্তব্য, ‘বিজেপি বোধহয় হিন্দুত্ব অ্যাজেন্ডা থেকে সরে এসেছে। অধিকাংশ হিন্দুই বলবেন, সংঘের গুন্ডারা আমাদের প্রতিনিধি নয়।’


আরও পড়ুন-তিনি কাঁদলেন, তিনি কাঁদালেন!


আদতে কী বলেছিলেন থারুর? গত বুধবার বিজেপিকে উদ্দেশ্য করে কংগ্রেস সাংসদ মন্তব্য করেন, ‘বিপদের কথা ওরা ‌যদি ফের সমান শক্তি নিয়ে সংসদে ফিরে আসে তাহলে আমরা ‌যে গণতন্ত্রকে দেখছি তা আর থাকবে না। ওরা সংবিধানটাই ছিঁড়ে ফেলবে। নতুন করে সংবিধান লিখবে। ‌যে নতুন সংবিধান লেখা হবে সেখানে হিন্দু রাষ্ট্রের আদর্শ তুলে ধরা হবে। সমাজে কোনও সমানাধিকার থাকবে না। সংখ্যালঘুদের অধিকার কেড়ে নেওয়া হবে। এই দেশকে একটা হিন্দু পাকিস্তান বানিয়ে ফেলা হবে।’