Shashi Tharoor: `ওমিক্রনের চেয়েও সাঙ্ঘাতিক ও মিত্রোঁ` প্রধানমন্ত্রীকে তীব্র বিদ্রুপ শশীর
`ও মিত্রোঁ` ভাইরাসের কোনও `মাইল্ডার ভ্যারিয়েন্ট` নেই!
নিজস্ব প্রতিবেদন: রাজনৈতিক বক্তব্য থেকে মেধার বিচ্ছুরণ প্রায় হারিয়েই যেতে বসেছে। মাঝে-মাঝে তা ফিরে আসে বিরল কোনও ঘটনায়। যেমন এল শশী থারুরের বক্তব্যের হাত ধরে।
কংগ্রেস নেতা শশী থারুর শুধু রাজনীতিবিদ নন, পুরোদস্তুর লেখক তিনি। তাই তাঁর রাজনৈতিক বাচনেও এসে মেশে লেখক-সুলভ রসবোধ ও মাধুর্য, শাণিত ব্যঙ্গ আবার তীক্ষ্ণধার আক্রমণ। সম্প্রতি তিনি বলেছেন মোদীর 'ও মিত্রোঁ'
ওমিক্রনের চেয়েও সাঙ্ঘাতিক 'ভাইরাস'।
বরিষ্ঠ কংগ্রেস নেতা শশী থারুর সোমবার তাঁর এক টুইট-বক্তব্যে এই কথা বলেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোনও বক্তব্য রাখার আগে 'মিত্রোঁ' বলে একটা সম্বোধন করে থকেন। প্রধানমন্ত্রীর ওই বাচন দেশ জুড়ে খুবই বিখ্যাত। জানা গিয়েছে, শ্রোতারা এতে বেশ আমোদিত আহ্লাদিত হন। এরই সাপেক্ষে শশী বলেছেন-- '''ও মিত্রোঁ' 'ওমিক্রনে'র চেয়েও ঢের বেশি সাঙ্ঘাতিক। কেননা, আমরা প্রতিদিনই দেখছি, 'ও মিত্রোঁ' ভাইরাসটি কী ভাবে সামাজিক মেরুকরণ বৃদ্ধি করছে, ঘৃণার বাতাবরণ তৈরি করছে, গোঁড়ামিকে প্রশ্রয় দিচ্ছে, সংবিধানের অবমাননা করছে, গণতন্ত্রকে দুর্বল করছে। এরপর শশীর সরস সংযোজন, 'ও মিত্রোঁ'র কোনও 'মাইল্ডার ভেরিয়্যান্ট' হয় না।
ক'দিন আগেই শশী যোগী আদিত্যনাথেরও কড়া সমালোচনা করেছেন। বলেছেন উত্তর প্রদেশ একটা শ্মশানভূমিতে পরিণত।