`সানাকে এই সবের মধ্যে জড়াবেন না...` সোশ্যাল মিডিয়ায় আর্জি সৌরভের
পরিস্থিতি সামাল দিতে ময়দানে নামলেন স্বয়ং মহারাজ।
নিজস্ব প্রতিবেদন : নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে উত্তাল গোটা দেশ। নিজের ইনস্টাগ্রামে সৌরভ কন্যা- সানা নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে একটি পোস্ট করেন। যা নিয়ে রীতিমতো হইচই পড়ে যায়। পরিস্থিতি সামাল দিতে ময়দানে নামলেন স্বয়ং মহারাজ। সোশ্যাল মিডিয়ায় সৌরভ গাঙ্গুলির আবেদন, "সানাকে এই সবের মধ্যে জড়াবেন না..."
সৌরভ-কন্যা সানা লেখক খুশবন্ত সিংয়ের ‘দ্য এন্ড অফ ইন্ডিয়া’ বইয়ের একটি অংশ তুলে ধরেন। সেখানে লেখা ছিল- ''যাঁরা মনে করছেন আমরা তো মুসলিম বা খ্রীষ্টান নই! তাই আমাদের চিন্তার কোনও কারণ নেই! তাঁরা আসলে মুর্খের স্বর্গে বাস করছেন। পশ্চিমি সংস্কৃতি পছন্দ করা যুবসমাজ ও বামপন্থী ইতিহাসবিদদের আক্রমণ করতে শুরু করেছে সঙ্ঘ। ভবিষ্যতে ওদের নজর পড়বে স্কার্ট পর মেয়ে, মাংস খাওয়া লোকজন, মদ্য পান করা, বিদেশি সিনেমা দেখা, বছরে একবার অন্তত তীর্থযাত্রায় না যাওয়া লোকজনদের উপর। ওদের নজর পড়বে মাজনের বদলে টুথপেস্ট ব্যবহার করা লোকজনের উপর। যাঁরা দেখা হলে জয় শ্রীরাম বলে না চেঁচিয়ে হ্যান্ডশেক করে বা চুমু খেয়ে কুশল বিনিময় করে তাঁদের উপর। আমরা কেউ আর নিরাপদ নই। ভারতকে বাঁচাতে হলে এই সত্যিটা আমাদের বুঝতে হবে।'' -পোস্ট করার কিছুক্ষণের মধ্যেই অবশ্য সানা সেটি ডিলিট করেন। ততক্ষণে অবশ্য সেই পোস্ট ভাইরাল হয়ে যায়।
এদিকে, মেয়ের এই পোস্ট ঘিরে বিতর্কের আবহাওয়া তৈরি হওয়ায় রাতেই ট্যুইট করেন সৌরভ গাঙ্গুলি। সেখানে তিনি লেখেন, "সানাকে এই সবের মধ্যে জড়াবেন না...এই পোস্টটি সত্যি নয়। ও বড় ছোট এই সব রাজনীতি বোঝার মতো।" সৌরভের দাবি, রাজনৈতিক বিষয়ে জানার মতো বয়স তাঁর মেয়ের হয়নি। তাই সানাকে কোনও কিছুর মধ্যে না জড়ানোর আর্জি জানান। তবে সৌরভের এই পোস্ট নেটিজেনরা নাকি ভালোভাবে নেননি।
আরও পড়ুন- নয়া নাগরিকত্ব আইনের বিরোধিতা করে পদ্মশ্রী ফেরানোর সিদ্ধান্ত সাহিত্যিক মুজতাবা হুসেনের