করোনাগ্রস্ত উহানে ২৩ বাংলাদেশি পড়ুয়াকে উদ্ধার, মোদীকে ধন্যবাদ হাসিনার
ভিডিয়ো আলোচনায় COVID-19 আপত্কালীন তহবিলের প্রস্তাব দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
নিজস্ব প্রতিবেদন: গত মাসে চিনের উহান প্রদেশ থেকে ২৩ জন বাংলাদেশি পড়ুয়াকে উদ্ধার করেছে ভারত। রবিবার সার্কভূক্ত দেশগুলির বৈঠকে সে প্রসঙ্গের অবতারণা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানালেন শেখ হাসিনা। শুধু হাসিনাই নন, করোনা মোকাবিলায় মোদীর উদ্যোগের প্রশংসা করলেন মলদ্বীপ, শ্রীলঙ্কার রাষ্ট্রনেতারাও।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন,''প্রধানমন্ত্রী মোদীর উদ্যোগকে ধন্যবাদ জানাচ্ছি। চিনের উহান প্রদেশে আটকে থাকা আমাদের ২৩ জন পড়ুয়াকে ভারতীয়দের সঙ্গে উদ্ধার করার জন্যেও ওনার ধন্যবাদ প্রাপ্য। ''
করোনাভাইরাস মোকাবিলায় সার্ক গোষ্ঠীভূক্ত দেশগুলিকে নিয়ে শুক্রবার ভিডিয়ো কনফারেন্সের বার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁকে সমর্থন দিয়েছিলেন পড়শি দেশের রাষ্ট্রপ্রধানরা। রবিবার ভিডিয়ো কনফারেন্সিংয়ে ছিলেন শ্রীলঙ্কার রাষ্ট্রপতি গোতাবেয়া রাজাপক্ষে, মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম মহম্মদ সোলিথ, নেপালি প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, ভুটানের প্রিমিয়ার লোটায় শেরিং, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আফগান রাষ্ট্রপতি আসরাফ গনি ও পাকিস্তানের প্রধানমন্ত্রীর বিশেষ স্বাস্থ্য সংক্রান্ত সহায়ক জাফর মির্জা। সকলের গলাতেই প্রধানমন্ত্রীর উদ্যোগের প্রশংসা শোনা দিয়েছে। মলদ্বীপের রাষ্ট্রপতি মহম্মদ সোলিথ বলেন,''দীর্ঘকালীন আর্থিক পুনরুদ্ধার ও কোভিড ১৯ নিয়ে বিশেষ তহবিলের প্রস্তাবের জন্য় প্রধানমন্ত্রী মোদীকে ধন্যবাদ জানাচ্ছি।
ভুটানের প্রধানমন্ত্রী লোটায় শেরিং বলেন,''প্রধানমন্ত্রী মোদীর অসাধারণ নেতৃত্বের জন্য ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। ওনার নেতৃত্বেই সবাই একসঙ্গে আসতে পেরেছি।''
নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির কথায়,''গুরুত্বপূর্ণ ও সময়োচিত পদক্ষেপের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানাচ্ছি।''
শ্রীলঙ্কার রাষ্ট্রপতি গোতাবেয়া রাজাপক্ষে বলেন, ''করোনা নিয়ে আমাদের অভিজ্ঞতা, ভাবনা, প্রস্তুতি ও চ্যালেঞ্জ মোকাবিলার সামর্থ্য নিয়ে আলোচনার ব্যবস্থা করার জন্য প্রথমেই নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানাচ্ছি।''
ভিডিয়ো আলোচনায় COVID-19 আপত্কালীন তহবিলের প্রস্তাব দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বলেন,''কোভিড ১৯ আপত্কালীন তহবিল গঠনের প্রস্তাব দিচ্ছি। সদস্য দেশগুলি স্বেচ্ছায় অর্থদান করতে পারে। শুরুটা ১০ মিলিয়ন মার্কিন ডলার দিয়ে করতে পারে ভারত।চিকিত্সক ও বিশেষজ্ঞদের দল তৈরি রেখেছি ভারতে। পরীক্ষা ব্যবস্থার সামগ্রী ও অন্যান্য সরঞ্জামও প্রস্তুত রাখা হয়েছে। আপনাদের দরকার পড়লে তাঁরা পৌঁছে যাবেন।''
আরও পড়ুন- প্রস্তুত থাকুন, অযথা ভয় ছড়াবেন না, করোনায় সার্কভূক্ত দেশগুলিকে নমো-মন্ত্র