নিজস্ব প্রতিবেদন: মুসলিমদের গোঁফ ছাড়া দাড়ি নিয়ে মন্তব্য করে নতুন বিতর্ক উস্কে দিলেন উত্তরপ্রদেশের শিয়া সেন্ট্রাল ওয়াকফ বোর্ডের চেয়ারপার্সন ওয়াসিম রিজভি। তাঁর কথায়, ''ইসলামে দাড়ি রাখার প্রথা রয়েছে। তবে যে মুসলিমরা গোঁফ না রেখে দাড়ি রাখেন, তাঁরা উগ্রবাদী। দেশ ও বিশ্বজুড়ে তারা সন্ত্রাসের মুখ হয়ে উঠেছে।''    


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও। ওই ভিডিও রিজভিকে বলতে শোনা যাচ্ছে, ''গোঁফ ছাড়া দাড়ি রাখলে ভয়ানক দেখতে লাগে মুসলিমদের। এই ধরনের মুসলিমরা উগ্রবাদী। এরা বিশ্বজুড়ে সন্ত্রাস ছড়ানোর মুখ। গোঁফ ছাড়া দাড়ি রেখে আসলে মানুষের মধ্যে ভয়ের পরিবেশ তৈরির চেষ্টা করছে।'' রিজভি আরও বলেন, ''এই ধরনের মুসলিমরা শরিয়তের দোহাই দিয়ে সাধারণ মানুষের ব্যক্তিগতজীবনে হস্তক্ষেপ করে। এরাই আবার জারি করে ফতোয়া।''


কেরলে চন্দনের টিপ পরায় এক ছাত্রীকে বহিষ্কৃত করেছে মাদ্রাসা। সেই প্রসঙ্গে রিজভি বলেন, ''বিবাহের পর এদেশের মহিলারা টিপ, সিঁদুর পরেন। এই ধরনের পবিত্র রীতি কখনও হারাম হতে পারে না।'' এর পাশাপাশি ফতোয়াধারীদের বিরুদ্ধে দেশদ্রোহের ধারায় সরকারকে মামলা করার পরামর্শও দিয়েছেন রিজভি। তাঁর কথায়, ''এর ফতোয়া দিয়ে বিভেদ সৃষ্টি করছে। ভারতীয় সংবিধানকে গ্রাহ্য করছে না। এই মোল্লাদের (মৌলবি) বিরুদ্ধে দেশদ্রোহের মামলা করতে হবে।'' 


আরও পড়ুন- পাঁচশো জন ঘিরে ফেলেছিল, ছুড়েছিল পেট্রোল বোমা, ৩ পাথরবাজের মৃত্যুর পর জানাল সেনা