ওয়েব ডেস্ক: প্রাক্তন ভারতীয় দলের ক্রিকেটার নভজোৎ সিং সিধু বিজেপি ছাড়লেও তাঁর স্ত্রী নভজোৎ কাউর রয়ে গেলেন বিজেপিতেই। প্রসঙ্গত, কাল সংসদের বাদল অধিবেশন শুরু হতেই তাঁর সাংসদ পদে ইস্তফা দেন সিধু।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


কিন্তু, সিধুর স্ত্রী বর্তমানে পঞ্জাবের বিজেপি-অকালি সরকারের মুখ্য পরিষদীয় সচিব, তিনি আজ জানিয়ে দিয়েছেন যে তিনি মোটেই দল ছাড়ছেন না।


রাজ্যসভা থেকে সিধুর ইস্তফা, বিজেপি থেকে আপ-এ যাওয়ার ইঙ্গিত!


মনে করা হচ্ছে, সিধু সম্ভবত, বিজেপি ছেড়ে আম আদমি পার্টিতে যোগদান করবেন। আপ হয়ত তাঁকে মুখ করেই পঞ্জাবের আসন্ন বিধানসভা নির্বাচনে লড়বে। যদিও সিধু নিজে এখনই প্রকাশ্যে মুখ খোলেননি।


সিধুর এই আকশ্মিক দলত্যাগে বিজেপি বেশ খানিকটা বেকায়দায় পড়ে গিয়েছিল। আর সেটা খানিকটা সামলানো গেছে তাঁর স্ত্রীয়ের দলে থেকে যাওয়ার সিদ্ধান্তের মধ্যে দিয়ে। নভজোৎ কাউর এও জানিয়েছেন যে, সিধুর রাজনৈতিক ভবিষ্যত কী হতে চলেছে তার জন্য সিধু নিজেই মুখ খুলবেন।