নিজস্ব প্রতিবেদন : সোমবার সকাল ১১টা ৩০ মিনিট নাগাদ বিশাখাপত্তনম উপকূলবর্তী সমুদ্রে হঠাত্ই আগুন লাগে একটি ছোট জাহাজে। প্রচন্ড শব্দে বিস্ফোরণের সঙ্গে জ্বলে ওঠে 'কোস্টাল জাগুয়ার' নামের জাহাজটি। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত হয় উপকূলরক্ষী বাহিনীর জাহাজ। জ্বলন্ত জাহাজ থেকে ঝাঁপ দেওয়া ব্যক্তিদের উদ্ধার করে উপকূলরক্ষী বাহিনীর সদস্যরা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ঘটনার একটি ভিডিয়ো পোস্ট করেছে সংবাদসংস্থা এএনআই। সেখানে উদ্ধারকার্যের ছবিটি উঠে এসেছে। দেখা যাচ্ছে ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর জাহাজ রানি রাসমণি থেকে চালানো হচ্ছে উদ্ধারকার্য। 


 



আরও পড়ুন : পুলওয়ামার শহীদদের পরিবারের ভরনপোষণ, সন্তানদের শিক্ষার দায়িত্ব নেবে রিলায়েন্স


জ্বলন্ত জাহাজ থেকে সমুদ্রে ঝাঁপ দেওয়া ২৯ জন ব্যক্তির মধ্যে ২৮ জনকে উদ্ধার করেন উপকূলরক্ষী বাহিনীর সদস্যরা। চলছে নিখোঁজ ব্যক্তির খোঁজ। একাধিক বোট ও হেলিকপ্টারের সাহায্যে নিখোঁজ ব্যক্তির খোঁজ চালাচ্ছে উপকূলরক্ষী বাহিনী। পাইপের সাহায্যে জল নেভানোর কাজও চালাচ্ছেন উপকূলরক্ষীরা। 


এই ধরনের জাহাজগুলিকে 'অফসোর সাপোর্ট ভেসেল' বলা হয়। এই জাহাজগুলির সাহায্যে ছোট বন্দর থেকে মাঝ সমুদ্রে দাঁড়িয়ে থাকা বড় জাহাজে মালপত্র ও যাত্রীদের পাঠানো হয়।