জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার জানিয়েছে যে গত বছরের ৩০ জুন বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের জন্য তৎকালীন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে আহ্বান জানানো মহারাষ্ট্রের গভর্নরের পক্ষে ন্যায়সঙ্গত ছিল না। কিন্তু স্থিতাবস্থার আদেশ দিতে অস্বীকার করে কোর্ট বলেছিল যে তিনি ফ্লোর পরীক্ষার মুখোমুখি হননি এবং পদত্যাগ করেছেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

তবে কোর্ট বলেছে যে যেহেতু ঠাকরে ফ্লোর টেস্টের মুখোমুখি না হয়েই পদত্যাগ করেছেন, তাই রাজ্যপাল শিন্ডেকে বিজেপির নির্দেশে সরকার গঠনের আমন্ত্রণ জানানো ন্যায়সঙ্গত ছিল। কারণ বিজেপি হাউসের বৃহত্তম রাজনৈতিক দল ছিল।


আরও পড়ুন: Golden Temple Amritsar: ফের স্বর্ণমন্দিরের কাছে বিস্ফোরণ! গ্রেফতার ৫...


প্রধান বিচারপতির নেতৃত্বে পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ একনাথ শিন্ডের গোষ্ঠীর বিদ্রোহের পর ঠাকরের নেতৃত্বাধীন মহা বিকাশ আগাড়ি (এমভিএ) সরকারের পতনের পরে রাজনৈতিক সংকটের সঙ্গে সম্পর্কিত আবেদনের একটি ব্যাচের সর্বসম্মত রায় দিয়েছে। সেই রায়ে ভারতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বলেছেন যে শিন্ডে গোষ্ঠীর ভারত গোগাওয়ালেকে শিবসেনার হুইপ হিসাবে নিয়োগ করার জন্য হাউস স্পিকারের সিদ্ধান্ত ‘অবৈধ’ ছিল।


বেঞ্চ বলেছে, ‘সভার ফ্লোরে ঠাকরেকে তাঁর সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করার জন্য রাজ্যপালকে আহ্বান করা ন্যায়সঙ্গত ছিল না কারণ ঠাকরে হাউসের আস্থা হারিয়েছেন এই সিদ্ধান্তে পৌঁছানোর জন্য তাঁর সামনে বস্তুনিষ্ঠ উপাদানের উপর ভিত্তি করে কোনও কারণ ছিল না’। এই বেঞ্চে বিচারপতি এম আর শাহ, কৃষ্ণ মুরারি, হিমা কোহলি এবং পি এস নরসিমাও ছিলেন।


আরও পড়ুন: Delhi Metro Couple Kissing: ঠোঁটে ঠোঁট! দিল্লি মেট্রোয় প্রেমিকাকে কোলে শুইয়ে চুম্বন প্রেমিকের, ভাইরাল ভিডিয়ো


তাঁরা আরও জানিয়েছে, ‘তবে, স্থিতাবস্থা পুনরুদ্ধার করা যাবে না কারণ ঠাকরে ফ্লোর টেস্টের মুখোমুখি হননি এবং তার পদত্যাগপত্র জমা দেন। রাজ্যপালের তাই, বিজেপির নির্দেশে সরকার গঠনের জন্য শিন্ডেকে আমন্ত্রণ জানানো ন্যায়সঙ্গত ছিল যা ছিল হাউসের বৃহত্তম রাজনৈতিক পার্টি’।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)