নিজস্ব প্রতিবেদন: "শিবসেনা একটি হিন্দুত্ববাদী দল ছিল এবং সর্বদা একই থাকবে," মঙ্গলবার শিবসেনা (Shiv Sena) নেতা সঞ্জয় রাউত (Sanjay Raut) এই কথা জানিয়েছেন। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মহারাষ্ট্রের (Maharashtra) নাগপুরে (Nagpur) সাংবাদিকদের সামনে ভারতীয় জনতা পার্টির (BJP) রাজনৈতিক মতাদর্শ নিয়ে প্রশ্ন তোলেন রাউত। তিনি বলেছিলেন, "রাজনৈতিক আদর্শের প্রশ্ন বিজেপিকে জিজ্ঞাসা করা উচিত যখন তারা কাশ্মীরে (Kashmir) মেহবুবা মুফতির (Mehbooba Mufti) সঙ্গে সরকার গঠন করেছিল, তখন তাদের রাজনৈতিক মতাদর্শ কোথায় গিয়েছিল? আমার এইরকম অনেক প্রশ্ন আছে।"


বিদর্ভ (Vidarbha) অঞ্চলে শিবসেনার ব্যাপক প্রচার কর্মসূচি চলাকালীন নাগপুরে একটি সাংবাদিক সম্মেলনে ভাষণ দেওয়ার সময়, উদ্ধব ঠাকরের (Uddhav Thackeray) নেতৃত্বাধীন দলকে "জনব সেনা" (Janab Sena) বলে অভিহিত করার জন্য বিজেপির নিন্দা করেন রাউত।


একটি প্রশ্নের জবাবে, রাউত বলেন যে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখকে (Anil Deshmukh) পদত্যাগ করতে বলা মহা বিকাশ আগাড়ি সরকারের একটি ভুল ছিল যার পুনরাবৃত্তি নবাব মালিকের (Nawab Malik) ক্ষেত্রে করা হবে না।


তিনি বলেন, "নবাব মালিককে কখনই রাজ্য মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে বলা হবে না।" দেশমুখের বিরুদ্ধে গত বছর দুর্নীতির অভিযোগ তোলেন তৎকালীন মুম্বাই পুলিশ কমিশনার পরম বীর সিংয়ের (Mumbai police commissioner Param Bir Singh)। এরপরেয় পদত্যাগ করেন দেশমুখ।


আরও পড়ুন: Rampurhat Arson: রাজ্যকে ৭২ ঘণ্টা সময় দিল কেন্দ্র, রামপুরহাটকাণ্ডে রিপোর্ট তলব স্বরাষ্ট্রমন্ত্রকের


মালিককে গত মাসে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) মানি লন্ডারিং মামলায় গ্রেপ্তার করে।


দেশমুখ এবং মালিক দুজনেই জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির (NCP) সদস্য। MVA সরকারের তিনটি দলের মধ্যে একটি হল NCP। অন্য দুটি দল হল শিবসেনা এবং কংগ্রেস। তিনি আবার বলেন যে বিজেপি আসলে শিবসেনার নেতৃত্বাধীন MVA সরকারের ভাবমূর্তি নষ্ট করতে কেন্দ্রীয় সংস্থাগুলির অপব্যবহার করছে।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)