পুলিসের সঙ্গে বচসা; ফের বিতর্কে শিবসেনা সাংসদ রবীন্দ্র গাইকওয়াড়
দিন কয়েক আগেই এয়ার ইন্ডিয়ার এক আধিকারিককে পিটিয়ে খবরের শিরনামে উঠে এসেছিলেন শিবসেনা সাংসদ রবীন্দ্র গাইকওয়াড়। এবার পুলিসের সঙ্গে তীব্র বাদানুবাদে জড়িয়ে পড়়েলন তিনি। মহারাষ্ট্রের লাতুরের এই ঘটনাকে ঘিরে ফের বিতর্ক ছড়িয়েছে।
ওয়েব ডেস্ক : দিন কয়েক আগেই এয়ার ইন্ডিয়ার এক আধিকারিককে পিটিয়ে খবরের শিরনামে উঠে এসেছিলেন শিবসেনা সাংসদ রবীন্দ্র গাইকওয়াড়। এবার পুলিসের সঙ্গে তীব্র বাদানুবাদে জড়িয়ে পড়়েলন তিনি। মহারাষ্ট্রের লাতুরের এই ঘটনাকে ঘিরে ফের বিতর্ক ছড়িয়েছে।
আরও পড়ুন- হিমাচল প্রদেশে খাদে বাস উল্টে মৃত ৪৫
জানা গেছে, এলাকার একটি ATM-এর সমস্যা নিয়ে চলছিল বিক্ষোভ। ঠিক সেই সময় সেখানে উপস্থিত হন রবীন্দ্র গাইকওয়াড়। বিক্ষোভ হঠাতে ঘটনাস্থলে যায় পুলিসও। কিন্তু, পুলিস আধিকারিকের সঙ্গে তাঁর বচসা বেঁধে যায়। চলে ধাক্কা ধাক্কিও।
চলতি বছরের ২৩ মার্চ মাসে এয়ার ইন্ডিয়ার এক আধিকারিককে মারধরের অভিযোগ ওঠে গাইকওয়াড়ের বিরুদ্ধে। এই ঘটনার পর থেকে তাঁকে এয়ার ইন্ডিয়ার কোনও বিমানে ওঠার ওপর নিষেধাজ্ঞা জারি করি হয়।