নিজস্ব প্রতিবেদন: রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের নোটিসে স্বাক্ষর করে সংসদে বিরোধী ইনিংস শুরু করল শিবসেনা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



সোমবার শীতকালীন অধিবেশনের প্রথম দিনে মহারাষ্ট্রের কৃষকদের সমস্যার কথা তুলে সংসদে বিক্ষোভ দেখান সেনা সাংসদরা। অন্যদিকে বিজনেস এডভাইজারি কমিটির বৈঠকে দেশের অর্থনীতির দুরবস্থা, এয়ার ইন্ডিয়া-সহ একাধিক রাষ্ট্রায়ত্ত সংস্থার বিলগ্নিকরণ নিয়ে রাজ্যসভায় আলোচনার দাবি জানায় তৃণমূল কংগ্রেস। সেই নোটিসে শিবসেনার তরফে সমর্থন জানিয়ে স্বাক্ষর করেন সঞ্জয় রাউত। শিবসেনার পাশাপাশি এই নোটিশে স্বাক্ষর করেছে এনসিপিও। স্বাক্ষর করেছেন সমাজবাদী পার্টি, সিপিএম, সিপিআই, আপ, ডিএমকে এবং আরজেডির সাংসদরা। একই ইস্যুতে আলাদা নোটিস দিয়েছে কংগ্রেসও। 


হট্টগোল নয়, বিতর্ক হোক, সংসদের ২৫০তম অধিবেশনে রাজ্যসভায় বললেন মোদী


রবিবার সংসদের অধিবেশন শুরুর ঠিক আগে এনডিএ বৈঠক বয়কট করেই চলতি অধিবেশনে নিজেদের অবস্থান কি হতে চলেছে তা স্পষ্ট করে দিয়েছিল শিবসেনা। সোমবার রাজ্যসভায় বিরোধী আসনে বসেন সেনা সাংসদরা। সূত্রের খবর, এদিন বিজনেস এডভাইজারি কমিটির বৈঠকেই বেহাল অর্থনীতি নিয়ে তৃণমূলের সঙ্গে সুর মিলিয়ে চলতি সপ্তাহেই স্বল্প সময়ের আলোচনার দাবি জানিয়েছে শিবসেনা-সহ অন্যান্য বিরোধীরা।