মুম্বই: মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদ দখল করতে না পারার দুঃখ বোধহয় এখনও ঘুচছে না শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরের। বিজেপির সঙ্গে তাঁর দলের আপাত শরিক অবস্থা বজায় রাখা যে আসলে কোনও রকমে ভাঙা সম্পর্ক জোড়াতালি দিয়ে চালিয়ে নিয়ে যাওয়ারই অন্য নাম, আরও একবার প্রমাণ হল সেটাই। দিল্লিতে আপের ঝাড়ুতে বিজেপি ময়লা দূর হয়েছে বলে মন্তব্য করেছিলেন উদ্বব ঠাকরে। শরদ পাওয়ারের সঙ্গে মোদীর সাম্প্রতিক  সখ্যতারও তীব্র সমালোচনা করা হয়েছিল শিবসেনার পক্ষ থেকে। এবার দলীয় মুখপত্র 'সামনা'-র সম্পাদকীয়তে বিজেপির নিশানায় বিহারে জিতান রাম মাঝি ও বিজেপি ইক্যুয়েশন। সামনার সম্পাদকীয়তে প্রকাশ ''যে ব্যক্তি প্রকাশ্যে দালালির কথা স্বীকার করে নেন তাঁকে শুধুমাত্র রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য সমর্থন করা পাপ।''  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এই সম্পাদকীয় অনুযায়ী ''নীতিশ কুমারের সঙ্গে ১৩০ জন বিধায়কের সমর্থন দেখে  মাঝি এখন চেষ্টা করছেন বিজেপির সাহায্য পেতে। অন্যদিকে, নীতিশ কুমারের বিরুদ্ধে মাঝিকে লেলিয়ে দিতে চাইছে বিজেপি।''


এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এনসিপি প্রধান শরদ পাওয়ারের সঙ্গে দেখা করার পরেই এই ঘটনা নিয়ে ক্ষোভ উগ্রে দেওয়া হয়েছিল শিবসেনার পক্ষ থেকে। মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে বিজেপি একক সংখ্যা গরিষ্ঠ দল হিসাবে উঠে আসার পর এনসিপি তাদের বাইরে থেকে নিঃশর্ত সমর্থনের কথা ঘোষণা করেছিল।


অন্যদিকে, আজ দিল্লিতে পৌঁছেছেন বিহারের মুখ্যমন্ত্রী মাঝি। তিনি অবশ্য বিজেপির সঙ্গে কোনও রকম সম্পর্কের কথা অস্বীকার করেছেন।