ওয়েব ডেস্ক : কোথাও স্বপরিবারে ঘুরতে গেছেন, আর ছবি তুলবেন না, তা কী এ যুগে ভাবা যায়? এই ঘটনা একপ্রকার কল্পনারও অতীত। তারওপর আজকাল তো আবার সেলফির চল। তবে, এবার সেই সেলফি তুলতে গেলে আপনি পড়তে পারেন বিপাকে। যদিও, তা অনন্তকাল নয়...দিন কয়েকের জন্যই।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- ভারতে বড়সড় সন্ত্রাসের ছক ডি-কোম্পানির!


কেন্দ্রীয় পর্যটনমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে ১২ থেকে ১৮ই অগাস্ট দেশের সৌধগুলির সামনে দাঁড়িয়ে কোনও প্রকার ছবি তোলা যাবে না। ১৫ই অগাস্ট স্বাধীনতা দিবসের আগে ওই জায়গাগুলির নিরাপত্তার কথা মাথায় রেখেই এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।


কারণ হিসেবে আরও জানানো হয়েছে ওই সৌধগুলির সামনে দাঁড়িয়ে জঙ্গিরাও ছবি তোলার পর হামলা চালাতে পারে যে কোনও সময়। আর সেই জন্যই ১৮ তারিখ পর্যন্ত নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এই ছবি তোলার ওপর।