ওয়েব ডেস্ক : আকাঙ্খা শর্মা খুনের তদন্তে সামনে এল আরও চাঞ্চল্যকর তথ্য। খুনের পর আকাঙ্খার লাশ ফ্রিজে রেখে দেয় উদয়ন দাস। প্রায় এক সপ্তাহ দেহ ফ্রিজেই ছিল। জেরায় উদয়ন জানিয়েছে, প্রতিবেশীদের বাইরে বেড়াতে যাওয়ার জন্য অপেক্ষা করছিল সে। প্রতিবেশীরা ঘুরতে যেতেই আকাঙ্খার দেহ ট্রাঙ্কে ভরে কংক্রিটের ঢালাই করে দেওয়া হয়। কিন্তু, তাও দুর্গন্ধ চাপা দিতে না পেরে ঢালাইয়ের ওপর বেদি বানিয়ে ফেলে উদয়ন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- কীভাবে হয়েছে একের পর এক খুন, বলল ধৃত উদয়ন দাস


লিভ ইন পার্টনার আকাঙ্ক্ষাকে খুন করে ঘরেই পুঁতে ফেলে উদয়ন। তার ওপর মার্বেলের বেদি বাঁধিয়ে দেয়। সেই রহস্য ফাঁসের সূত্র ধরেই ফাঁস হচ্ছে একের পর এক তথ্য।