ওয়েব ডেস্ক: ভোট প্রচারে বিতর্কিত মন্তব্যের জের। প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পারিক্করকে শোকজ নোটিস পাঠাল নির্বাচন কমিশন। অভিযোগ, গত ২৯ জানুয়ারি পানাজির কাছে চিম্বেলে এক ছোট্ট জনসভায় তিনি বলেন, টাকা নিয়ে প্রার্থীর সঙ্গে ঘুরলে আপত্তি নেই কিন্তু ভোট দেওয়ার সময় বেছে নিন পদ্মই। এই মন্তব্যের জেরে কমিশনে নালিশ জানায় গোয়া ফরওয়ার্ড পার্টি এবং আম আদমি পার্টি। এরপরই কমিশনের শোকজ প্রতিরক্ষামন্ত্রীকে। কমিশন জানতে চেয়েছে, ঘুষের পক্ষে সওয়াল করার জন্য কেন তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে না? আগামিকালের মধ্যে তাঁকে জবাব দিতে বলা হয়েছে। আরও পড়ুন-নরেন্দ্র মোদীকে "ভারতীয় ট্রাম্প" বললেন লালুপ্রসাদ যাদব