নিজস্ব প্রতিবেদন: রাজস্থানে ফের সক্রিয় কার্নি সেনা। এবার হুমকি সরাসরি মন্ত্রীকে। রাজস্থানে বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে বিজেপির বিরুদ্ধে প্রচারে নেমেছে সর্ব রাজপুত সমাজ সংঘর্ষ সমিতি। সোমবার এনিয়ে রাজস্থানের শিক্ষামন্ত্রী কিরণ মহেশ্বরী বলেন, ‘এইসব লোক বর্ষার ইঁদুর। ভোট এলেই এরা গর্ত থেকে বের হয়।’


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-বাইক নিয়ে উল্টোদিকের লেন দিয়ে যাওয়ার সময় লরির ধাক্কায় মৃত্যু জামাই-শাশুড়ির


মন্ত্রীর ওই মন্তব্যে প্রবল ক্ষুব্ধ কার্নি সেনা। মঙ্গলবার জয়পুরে এক সভায় কার্নি সেনা হুমকি দিয়েছে,‘মন্ত্রী ক্ষমা না চাইলে চরম মূল্য দিতে হবে। মন্ত্রীর উচিত পদ্মাবতীর ক্ষেত্রে দীপিকার কথা মনে রাখা। কিরণের এই মন্তব্য রাজপুতদের অপমান।’ কোনও কোনও মহল থেকে এমনও বলা হচ্ছে, মন্ত্রী ক্ষমা না চাইলে তার নাক, কান কেটে নেওয়া হবে।


কার্নি সেনার রাজ্য প্রধান মহীপাল মাকরানাও এনিয়ে মুখ খোলেন। তিনি বলেন, ‘রাজপুতদের ভোটেই রাজ্যে বিজেপি ক্ষমতায় এসেছে। কিরণ জিতেছেন এই ইঁদুরদের ভোটেই। আগামী নির্বাচনেই কিরণকে উচিত শিক্ষা দেওয়া হবে। তাঁর উচিত এক্ষুনি ক্ষমা চেয়ে বিবৃতি দেওয়া। কার্নি সেনা মহিলাদের সম্মান করলেও জাত তুলে কথা বলা বরদাস্ত করা হবে না।’


আরও পড়ুন-কাকদ্বীপে ট্রলার উল্টে নিখোঁজ একাধিক মত্যস্যজীবী, উদ্বিগ্ন প্রশাসন


রাজপুতদের অপমানে ক্ষুব্ধ রাজ্যের কংগ্রেস প্রধান শচীন পাইলটও। সাংবাদ মাধ্যমে তিনি বলেন, ‘সাধারণ মানুষের ভাবাবেগে আঘাত করেছে বিজেপি। এই ধরনের মন্তব্য অত্যন্ত আপত্তিজনক। শিক্ষামন্ত্রীর উচিত এক্ষুনি ক্ষমা চাওয়া।’