ওয়েব ডেস্ক: সিঙ্গুর রায়ের দিকে তাকিয়ে গোটা রাজ্য, গোটা দেশ। শীর্ষ আদালত কী বলে তা জানতে চায় শিল্পমহলও। আজ সুপ্রিম কোর্টের রায়ে মিলতে পারে কয়েকটি প্রশ্নের উত্তর।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

১) শিল্পের জন্য সরকার কি জোর করে জমি অধিগ্রহণ করতে পারে? অধিগ্রহণ করলে কীভাবে?


২) শিল্পের প্রয়োজনে কি বহুফসলি জমি অধিগ্রহণ করতে পারে সরকার?


৩) শিল্প না হলে সরকার কি আইন করে জমি ফেরত নিতে পারে?


৪) অনিচ্ছুক কৃষকরা কি জমি ফেরত পাওয়ার অধিকারী?


৫) সিঙ্গুরের জমি মালিকানা কার হাতে থাকবে?


আরও পড়ুন আজ সিঙ্গুর মামলার রায় দেবে সুপ্রিম কোর্ট


প্রসঙ্গত, ২০১২ সালে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার। সিঙ্গুরের জমি নিয়ে তাদের পরিকল্পনা কী? শীর্ষ আদালতের প্রশ্নের উত্তরে টাটা মোটর্সের আইনজীবীরা বলেছিলেন, দ্বিতীয় পর্যায়ে ন্যানো কারখানা তাঁরা সিঙ্গুরে করতে চান। রাজ্য সরকারের তরফে দাবি করা হয়, এমন কোনও পরিকল্পনা টাটাদের নেই।


গত বছরের গোড়ায় সুপ্রিম কোর্টে শুনানির কথা থাকলেও টাটাদের আইনজীবীর আপত্তিতে তা পিছিয়ে যায়। রাজ্য সরকারের আইনজীবীরাও আপত্তি করেননি। মার্চে আবার শুনানির কথা থাকলেও তা হয়নি। মামলা-মোকদ্দমার গেরোয় কৃষকরা কিন্তু এখনও জমি ফেরত পাননি।