ওয়েব ডেস্ক: গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল কেরল দেবসোম রিক্রুটমেন্ট বোর্ড। এই প্রথম ৬ দলিত সহ মোট ৩৬ জন অব্রাহ্মণকে রাজ্যের বিভিন্ন মন্দিরে পুরোহিত হিসেবে নিয়োগ করতে চলেছে বোর্ড। উল্লেখ‌যোগ্য বিষয় হল আংশিক সময়ের ওইসব পুরোহিতদের নিয়োগের জন্য লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ নেওয়া হয়েছে। ওই পরীক্ষা পরিচালনা করেছে পাবলিক সার্ভিস কমিশন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কেরলের দেবসোম মন্ত্রী কাডাকাপল্লী রামচন্দ্রন জানিয়েছেন, রাজ্যে পুরোহিত নিয়োগের ক্ষেত্রে কোনও রকম দুর্নীতির সু‌যোগ রাখা হবে না। সংরক্ষণ ও মেধার ভিত্তিতেই পুরোহিত নিয়োগ করা হবে। দেবসোম বোর্ড এবার রাজ্যে মোট ৬২ জন পুরোহিত নিয়োগ করছে। এদের মধ্যে ২৬ জন উচ্চবর্ণের। উল্লেখ্য, দেবসোম বোর্ডের আওতায় রয়েছে রাজ্যের ১,২৮০ মন্দির। এর মধ্যে রয়েছে শবরীমালা মন্দিরও।


আরও পড়ুন-গুরুং নেই, প্রতিষ্ঠা দিবসে পার্টি অফিসের দখল নিল বিনয় গোষ্ঠী