ওয়েব ডেস্ক: হায়দরাবাদে দলিত ছাত্রের আত্মহত্যার আঁচ লখনউয়ে। আম্বেদকর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে গিয়ে পড়ুয়াদের গো-ব্যাক স্লোগানের মুখে পড়লেন প্রধানমন্ত্রী। দেশজোড়া প্রবল বিতর্কের চাপে দলিত ছাত্র আত্মহত্যার তদন্তে বিচার বিভাগীয় কমিশন গড়ল কেন্দ্র।  ভেমুলার পরিবারকে আট লক্ষ টাকা সাহায্য ঘোষণা করল হায়দরাবাদ কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়। সমাবর্তনে গিয়ে এরকমই বেনজির প্রতিবাদের মুখে পড়লেন প্রধানমন্ত্রী। ইস্যু হায়দরাবাদ কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে দলিত ছাত্রের আত্মহত্যা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বিতর্কের ঝড় লখনউয়ের আম্বেদকর বিশ্ববিদ্যালয়েও। পরিস্থিতি মোটেই অনুকূল নয়। বুঝতে পেরেই আবেগকে আঁকড়ালেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর শোকপ্রকাশ কি চুপ করাতে পারল বিরোধীদের?
মঞ্চে প্রধানমন্ত্রী। গো-ব্যাক স্লোগান সহপাঠীদের গলাতেই। কীভাবে দেখছেন পড়ুয়ারা? চাপে কমিশন? দেশজুড়ে বিতর্কের চাপে শেষমেষ বিচারবিভাগীয় কমিশন গঠন করল মানবসম্পদ উন্নয়নমন্ত্রক। তিনমাসেই রিপোর্ট দেবে কমিশন। কিন্তু কতটা কার্যকরী হবে এই কমিশন?


চাপ যে বাড়ছে, তা ভালই বুঝতে পারছে কেন্দ্র। আর তাই শুক্রবারও রোহিতের পরিবারের কাছে ছুটে গেলেন স্মৃতি ইরানি। ক্ষতে প্রলেপের চেষ্টা, নাকি আত্মহত্যার প্রকৃত কারণ থেকে ঘোরানোর তাগিদ? প্রশ্ন রাজনৈতিক মহলে।