নিজস্ব প্রতিবেদন: বছরের শুরুতেই মধ্যবিত্তের জন্য অপেক্ষা করছে খারাপ খবর। আরও একবার স্বল্প সঞ্চয় প্রকল্পে সুদের হার কমানোর পথে হাঁটল কেন্দ্র। ফলে কোপ পড়ল মধ্যবিত্তের স্বল্প সঞ্চয়ে। বুধবার কেন্দ্রীয় অর্থমন্ত্রকের তরফে একটি বিবৃতি জারি করে এই ঘোষণা করা হয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন:  কোটিপতি-অভিযুক্ত-মাধ্যমিক পাশ, গুজরাট মন্ত্রিসভায় সবাই হাজির!


পিটিআই সূত্রে খবর, পাবলিক  প্রভিডেন্ট ফান্ড (পিপিএফ), ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (এনএসসি) সহ একাধিক স্বল্প সঞ্চয় প্রকল্পের সুদের হার ২০ বেসিস পয়েন্ট বা ০.২ শতাংশ কমানো হয়েছে।  


নতুন হার জানুয়ারি-মার্চ থেকে কার্যকর হবে। সেখানে এনএসসি ও পিপিএফে সুদের হার হয়েছে ৭.৬ শতাংশ। এছাড়া, ১১ মাসে মেয়াদ উত্তীর্ণ হওয়া কিষাণ বিকাশ পত্র (কেভিপি) সুদের হার কমে হচ্ছে ৭.৩ শতাংশ। সুকন্যা সমৃদ্ধি প্রকল্পে সুদের হার কমে দাঁড়াল ৮.১ শতাংশ।


আরও পড়ুন: নতুন বছরের প্রথম দিন থেকেই বাতিল হয়ে যাবে এই ব্যাঙ্কগুলির চেক বই


এর পাশাপাশি, টার্ম ডিপোজিট ও রেকারিং ডিপোজিটের ক্ষেত্রেও সুদের হার কমানো হয়েছে। যেমন টার্ম ডিপোজিটের ক্ষেত্রে সুদের হার ৬.৬-৭.৪ এর মধ্যে থাকবে। পাঁচ বছরের রেকারিং ডিপোজিটের সুদের হার হল ৬.৯ শতাংশ। তবে পাঁচটি সিনিয়র সিটিজেন্স জমা প্রকল্পে সুদের হারে পরিবর্তন করা হয়নি।