মাঝ আকাশে ধোঁয়া, আগুনের ফুলকি, আতঙ্কে তড়িঘড়ি নামানো হল বিমান
তিরুবনন্তপুরম থেকে রওনা দিয়েছিল ইন্ডিগোর বিমানটি। কিন্তু, আচমকাই বিমানের মধ্যে থেকে ধোঁয়া বের হতে শুরু করে। দেখা যায় ছোট ছোট স্ফুলিঙ্গও সেখান থেকে বের হচ্ছে। যা দেখে আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে।
নিজস্ব প্রতিবেদন : তিরুবনন্তপুরম থেকে রওনা দিয়েছিল ইন্ডিগোর বিমানটি। কিন্তু, আচমকাই বিমানের মধ্যে যাত্রীদের বসার এক জায়গা থেকে ধোঁয়া বেরোতে শুরু করে। আগুনের ছোট ছোট ফুলকিও সেখান থেকে বের হতে দেখা যায়। যা দেখে আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে।
ওই ঘটনার পর পরই বিমানের পাইলট-ই-কম্যান্ডকে খবর দেওয়া হয়। যাত্রীদের সরিয়ে দেওয়া হয় নিরাপদ জায়গায়। এরপরই বিমানটিকে তড়িঘড়ি বেঙ্গালুরুতে নামিয়ে আনা হয়।
আরও পড়ুন : সংবাদের মাঝেই হঠাত 'সেক্স নয়েজ', তারপর.. দেখুন ভিডিও
বিমানের কোন জায়গা থেকে ধোঁয়া বেরোচ্ছে, তা নিয়ে শুরু হয় তল্লাসি। জানা যায়, একটি কালো রঙের হ্যান্ডব্যাগে একটি ল্যাপটপ রাখা ছিল। আর সেখান থেকেই আচমকা ধোঁয়া বেরোতে শুরু করে। দেখা যায় ছোট ছোট আগুনের স্ফুলিঙ্গও। বিপদের আঁচ পেতেই উপযুক্ত ব্যবস্থা নেওয়ায় যাত্রীরা সবাই নিরাপদেই রয়েছেন বলে জানা গিয়েছে। পাশাপাশি ওই বিমান সহ যাত্রীদেরও নিরাপদভাবেই বেঙ্গালুরুতে নামানো হয় বলে খবর।
আরও পড়ুন : আবারও কি সম্পর্কে জড়ালেন বিপাশার স্বামীর দ্বিতীয় স্ত্রী?