ওয়েব ডেস্ক: আত্মঘাতী দলিত ছাত্র রোহিত ভেমুলার মৃত্যু নিয়ে স্মৃতি ইরানির মন্তব্যে বিতর্ক। গতকাল সংসদে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী দাবি করেন, ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পরেই চিকিত্সককে ডাকলে বাঁচানো যেত ভেমুলাকে।রাজনীতির স্বার্থেই ঘেঁসতে দেওয়া হয়নি পুলিসকে। মন্ত্রীর দাবি খারিজ করে দিয়েছেন হয়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের মুখ্য চিকিত্সক রাজশ্রী। তাঁর পাল্টা দাবি, ভেমুলাকে উদ্ধারের মিনিট পাঁচেকের মধ্যেই তিনি হস্টেলে যান।কিন্তু তাঁর পৌছনোর দুঘণ্টা আগেই মৃত্যু হয়েছিল দলিত ছাত্রের। ঘটনাস্থলে ছিল পুলিসও। এই বিষয়ে মন্ত্রী এবং চিকিত্‍সকের তরজা পৌঁছেছে চরমে। রোহিতের মৃত্যুর কেন এতদিন বাদে এসে স্মৃতি ইরানি এমন মন্তব্য করলেন, সেই নিয়েও কোনও কোনও মহলে উঠেছে প্রশ্ন।