নিজস্ব প্রতিবেদন : ব্যবস্থা বেশ ভালোই করেছিলেন। কন্ডোম পরে বের হচ্ছিলেন বিমানবন্দর থেকে। ঘুণাক্ষরেও ভাবেননি, দেহপরীক্ষায় ধরা পড়ে যেতে পারেন। কিন্তু শেষমেশ সেই ধরাই পড়ে গেলেন। তাঁকে আটকে দিলেন বিমানবন্দর আধিকারিকরা। কারণ কন্ডোমে করে হেরোইন পাচার করছিলেন ওই ব্যক্তি। ঘটনাটি ঘটেছে চেন্নাই আন্তর্জাতিক বিমানবন্দরে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বিমানবন্দর সূত্রে জানা গেছে, কলম্বো যাচ্ছিলেন ওই ব্যক্তি। কন্ডোমের মধ্যে লুকানো ছিল ১০০ গ্রাম হেরোইন। দেহ তল্লাশির সময় তাঁর তলদেশের অস্বাভাবিকতা চোখে পড়ে অফিসারদের। শুরু হয় তল্লাশি। তল্লাশি করতেই দেখা যায় ওই ব্যক্তি কন্ডোম পরে রয়েছেন। আর সেই কন্ডোমের ভিতরে রাবার ব্যান্ড দিয়ে আটকানো রয়েছে হেরোইন।


হেরোইন পাচারের দায়ে গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত ব্যক্তিকে। জানা গেছে, চেন্নাইয়ের একটি ইঞ্জিনিয়ারিং কলেজে কর্মরত ছিলেন তিনি।


আরও পড়ুন, প্রদ্যুম্নকে খুনের দিন নীলছবি দেখে অভিযুক্ত ছাত্র, চলছিল মানসিক চিকিত্সা