নিজস্ব প্রতিবেদন : সচিনকন্যার ভুয়ো টুইটার অ্যাকাউন্ট বানিয়ে মুম্বইতে গ্রেফতার হল এক সফটওয়্যার ইঞ্জিনিয়ার। অ্যাকাউন্টটি থেকে এনসিপি প্রধান শরদ পাওয়ারের বিরুদ্ধে অপমানজনক একাধিক টুইট করা হয়েছে। পুলিস জানিয়েছে ধৃত ইঞ্জিনিয়ারের নাম নিতিন সিশোরি। তাঁকে আন্ধেরি এলাকা থেকে গ্রেফতার করা হয়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- এশিয়ার ধনীতম গ্রামের তালিকায় এল অরুণাচল প্রদেশের বোমজা


প্রসঙ্গত, নিতিন সারা তেন্ডুলকরের নামে দিন কয়েক আগে একটি টুইটার অ্যাকাউন্ট খোলে। সেখান থেকে দফায় দফায় শরদ পাওয়ারের উদ্দেশে অপমানজনক টুইট করা হয়। এরপরই মুম্বই সাইবার ক্রাইম শাখা খোঁজ নিয়ে গ্রেফতার করে ওই টেকিকে।


মাসখানেক আগে সারাকে ফোনে উত্যক্ত করার অভিযোগে পূর্ব মেদিনীপুরের যুবক দেবকুমার মাইতিকে গ্রেফতার করে মুম্বই পুলিস ও রাজ্য পুলিস।


আরও পড়ুন- ঝাড়খণ্ডের মুখ্যসচিবের বিরুদ্ধে তদন্তের নির্দেশ প্রধানমন্ত্রীর দফতরের