নিজস্ব প্রতিবেদন: আদর্শ ও দৃঢ় ইচ্ছের কাছে সবই পরাজিত হয়! পুরনো এই কথাটাই যেন নতুন করে শেখালেন রঞ্জিৎসিনহা দিসালে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মহারাষ্ট্রের সোলাপুর জেলার পারিতেওয়াদি এলাকার জেলা পরিষদের প্রাইমারি স্কুলে পড়ান রঞ্জিৎসিনহা দিসালে। তিনিই জিতে নিলেন 'গ্লোবাল টিচার প্রাইজ, ২০২০'। যার পুরস্কারমূল্য় ১ মিলিয়ন ডলার!


বছরএকত্রিশের দিসালের শিক্ষকজীবনটা লড়াই দিয়েই শুরু। প্রথম যে-স্কুলে তিনি পড়াতে ঢোকেন তার একদিকে ছিল গোয়াল আর অন্যদিকে গুদামঘর। মাঝে স্কুলটি বন্দি এক দুঃসহ পরিবেশে। শুধু তাই নয়, স্কুলের অধিকাংশ ছাত্রীই আদিবাসী পরিবারের এবং পড়াশোনা নিয়ে খুব বেশি মনোযোগী নয়। তা ছাড়া কম বয়সেই তাদের বিয়েও হয়ে যায়। এ তো গেল সামাজিক সমস্যা। 


পড়াতে গিয়ে ভাষাবিপত্তিও ছিল। পড়ুয়ারা তাদের নিজের ভাষায় পড়তে পারত না। ফলে পড়াশোনার ক্ষেত্রে তারা প্রত্যাশিত উন্নতি করতে পারছিল না। দিসালে প্রচুর পরিশ্রম করে কন্নড় শিখলেন। এবং গ্রেড ১-৪ পর্যন্ত স্ট্যান্ডার্ডের সমস্ত টেক্সটবুক নতুন করে সাজালেন। কিন্তু সেখানেই থামলেন না। আরও অনেক ধাপ এগিয়ে তিনি 'কিউআর কোড'-এর ব্যবস্থা করলেন যা দিয়ে ছাত্রছাত্রীরা কবিতার অডিয়ো, পাঠক্রম আলোচনার ভিডিয়ো প্রভৃতি শুনতে পারল। যা বইয়ের পড়া বোঝার ক্ষেত্রে তাদের আরও সাহায্য করল।


অভিনব এই ভাবনা এবং সেই ভাবনাকে কাজে পরিণত করার অতুলনীয় পরিশ্রমই তাঁকে এই সম্মান এনে দিল।


আরও পড়ুন:  ব্রহ্মপুত্রে চিনের বাঁধ তৈরির পরিকল্পনার ওপরে কড়া নজর রয়েছে, জানিয়ে দিল বিদেশ মন্ত্রক