ওয়েব ডেস্ক: অর্ধেক চাঁদের মতো অর্ধেক সূর্য। হ্যাঁ। দেশের আকাশে আজ ভোর এল অর্ধেক সূর্য নিয়েই। কলকাতাতেও তাই। আজ বছরের প্রথম সূর্যগ্রহণ।  এই গ্রহণ ছিল পূর্ণগ্রাস।বিশ্বের অন্যান্য প্রান্ত থেকে পূর্ণগ্রাস পুরোপুরি  দেখা গেলেও কলকাতা সহ ভারতের বিভিন্ন অঞ্চল থেকে আংশিকভাবেই দেখা গেল গ্রহণ।  মহানগরীতে  গ্রহণের চূড়ান্ত পর্যায় ছিল ভোর ছটা সাত মিনিটে।  সেসময়ে চাঁদ সূর্যের আঠারো দশমিক পাঁচ শতাংশ ঢেকে দেয়। জানিয়েছে কেন্দ্রীয় সরকারি সংস্থা পজিশনাল অ্যাস্ট্রোনোমি সেন্টার।   গ্রহণ চলাকালীন ভোর পাঁচটা একান্ন মিনিটে  সূর্যোদয় হয় কলকাতায়।  গ্রহণ শেষ  হয় ছটা পঞ্চাশ মিনিটে।