তৈরি হবে দেশেই; নিষিদ্ধ হচ্ছে বেশকিছু অস্ত্র আমদানি, ঘোষণা নির্মলার
কয়লা, খনিজ, প্রতিরক্ষা, মহাকাশ, বিদ্যুত, অসামরিক বিমান পরিবহনের ক্ষেত্রে একাধিক সংস্কারের কথা ঘোষণা করলেন নির্মলা সীতারমন
নিজস্ব প্রতিবেদন: করোনা পরবর্তি সময়ে দেশের অর্থনীতকে টেনে তুলতে ২০ লাখ কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। সেই প্যাকেজের বিস্তারিত ঘোষণা করতে শনিবার ফের একবার সাংবাদিকদের সামনে এলেন নির্মলা সীতারমন। কয়লা, খনিজ, প্রতিরক্ষা, মহাকাশ, বিদ্যুত, অসামরিক বিমান পরিবহনের ক্ষেত্রে একাধিক সংস্কারের কথা ঘোষণা করলেন নির্মলা সীতারমন।
আরও পড়ুন-আমফান মোকাবিলায় প্রস্তুত প্রশাসন, আজ সন্ধ্যাতেই রাজ্যে আসছে NDRF-এর দুই দল
প্রতিরক্ষা সসরঞ্জাম তৈরির ক্ষেত্রে মেক ইন ইন্ডিয়াতেই জোর দিল কেন্দ্র। নির্মলা সীতারমন বলেন-
# যেসব অস্ত্র দেশেই তৈরি করা যায় তা দেশেই তৈরি হবে। বিদেশ থেকে তা আমদানি করা নিষিদ্ধ করা হবে।
# এর একটা তালিকা তৈরি করা হবে। প্রতিবছরে এর সংখ্যা বাড়বে। এনিয়ে সেনার সঙ্গে কথা বলা হবে।
# দেশিয় অস্ত্র কেনার জন্য বাজেট তৈরি করা হবে।
# প্রতিরক্ষা সরঞ্জাম তৈরির ক্ষেত্রে বিদেশি বিনিয়োগ ৪৯ শতাংশ থেকে বাড়িয়ে করা হবে ৭৪ শতাংশ।
# অর্ডেন্যান্স বোর্ড করপোরেটাইজ করা হবে। কিন্তু বেসরকারি হাতে দেওয়া হবে না। সাধারণ মানুষ এর শেয়ার কিনতে পারবেন।
# বিদেশ থেকে আমাদানি করা অস্ত্রে যন্ত্রাংশ দেশেই তৈরি করা হবে। এতে বিপুল টাকা সাশ্রয় হবে।
# বিদেশ থেকে অস্ত্র কেনার ব্যাপারে নিয়মকানুনে সরলীকরণ করা হবে।
এদিন সীতারমন আরও বলেন
# এয়ারস্পেসের বাস্তবসম্মত ব্যবহার করা হবে। এতে সফরের সময় কমবে, জ্বালানি খরচ কমবে।
# যতটা সম্ভব বেশি ব্যবহারের অনুমতি দেওয়া হবে।
# আরও ৬টি বিমানবন্দর নিলাম করা হবে। কাজ হবে পিপিপি মডেলে।
# বিমানের রক্ষণাবেক্ষনের কাজ হবে ভারতেই।
# এতে রক্ষাণবেক্ষণে খরচ কমবে।