নিজস্ব প্রতিবেদন: সন্ত্রাসবাদী ক্রিয়াকলাপে অর্থনৈতিক সহায়তা দানের অভিযোগে হিজবুল মুজাহিদিন প্রধান সৈয়দ সালাউদ্দিনের পুত্র সইদ শাহিদ ইউসুফকে গ্রেফতার করল জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। ২০১১ সালের এক ষড়যন্ত্রে যুক্ত থাকার অপরাধে গ্রেফতার করা হয়েছে জম্মু-কাশ্মীর সরকারের কৃষি বিভাগের কর্মী সইদ শাহিদ ইউসুফকে। সৌদি আরবে সক্রিয় হিজবুল সদস্য আজিজ আহমেদ ভাটের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগও রয়েছে ইউসুফের বিরুদ্ধে। এনআইএ-র দাবি, ভাটের থেকে অর্থ নিয়ে ইউসুফ উপত্যকায় বিচ্ছিন্নতাবাদী ও সন্ত্রাসবাদী শক্তিগুলিকে রসদ জুগিয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

প্রসঙ্গত, গতকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং জানান, উপত্যকায় ধারাবাহিক আলোচনার মাধ্যমে পরিস্থিতি সামলানোর বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে ইনটেলিজেন্স ব্যুরোর (আইবি) প্রাক্তন ডিরেক্টর দীনেশ্বর শর্মাকে। আর তারপর দিনই এনআইএ-র হাতে স্বয়ং সালাউদ্দিন পুত্রের গ্রেফতারিকে বিশেষ তাত্পর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, সরকার আলোচনায় ভরসা রাখলেও তা যে এনআইএ কর্মকাণ্ডকে কোনওভাবেই ব্যহত করবে না তা স্পষ্ট হয়ে গেল একদিনের মধ্যেই।


আরও পড়ুন- কাশ্মীরের আলোচনার দায়িত্বে প্রাক্তন গোয়েন্দা কর্তা