ওয়েব ডেস্ক: হাসপাতাল থেকে ছুটি পেলেন সোনিয়া। শ্রীমতী গান্ধীর ডাক্তার অরুণ কুমার বসু জানিয়েছেন, "ওনার জ্বর সেরে গেছে। শরীর স্থিতিশীল তাই তাঁকে ছেড়ে দেওয়া হল।"


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

প্রসঙ্গত, গতকাল দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি হয়েছিলেন সনিয়া গান্ধী। জানা গিয়েছিল, ভাইরাস ঘটিত জ্বরে তিনি আক্রান্ত হয়েছেন।


আরও পড়ুন- মাস পয়লায় মাইনের টাকা ব্যাঙ্ক-এটিএমে কি পাওয়া যাবে? কী বলছে RBI


উল্লেখ্য, এর আগে গত অগস্টে ৬৯ বছর বয়সী এই নেত্রী উত্তর প্রদেশে দলীয় প্রচারে অংশ নেন। প্রচার চলাকালীনই তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটান তিনি পড়ে যান। এবং তত্ক্ষণাত্ তাঁকে দিল্লি উড়িয়ে নিয়ে আসা হয় হাসপাতালে ভর্তি করার জন্য। সে যাত্রায় তাঁর কাঁধে অস্ত্রপচার হয় বিখ্যাত অর্থোপেডিক চিকিত্সক ডঃ সঞ্জয় দেশাই-এর নেতৃত্বে।


আরও পড়ুন- সস্তা হচ্ছে বাড়ি-গাড়ি ঋণ, সুদ কমছে ২-৩ শতাংশ