নিজস্ব প্রতিবেদন: বিচ্ছেদ হতেই পারে। তবে বিয়েটা স্বীকার করে নেওয়া উচিত। নুসরতের (Nusrat) বিবৃতি নিয়ে অভিনেত্রীকে এই পরামর্শ দিলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ (Soumitra Khan)।     


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

নিখিলের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন চলছিল। বুধবার নীরবতা ভেঙে নুসরত (Nusrat) বিবৃতিতে জানালেন, তুরস্কের আইন বিবাহ অনুযায়ী এটা অবৈধ। তার উপরে হিন্দু-মুসলিম বিয়ের ক্ষেত্রে বিশেষ বিবাহ আইন মানতে হয়। এক্ষেত্রে তা অনুসরণ করা হয়নি। সুতরাং এটা বিয়ে নয়। সহবাস করেছি। ফলে বিচ্ছেদের প্রশ্নই ওঠে না। এই প্রসঙ্গে এদিন দিল্লিতে সৌমিত্র খাঁ (Soumitra Khan) বলেন,''এটা তাঁর ব্যক্তিগত ব্যাপার। কোনও বৈধ সম্পর্ককে অবৈধ বলা ঠিক নয়। স্বীকার করে নিলেই ভালো। এতে মহত্ত্ব বাড়ে।''


ভোটের আগে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন সৌমিত্র জায়া সুজাতা মণ্ডল। সেদিনই প্রকাশ্যে কেঁদে ফেলেছিলেন সৌমিত্র। স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের কথাও ঘোষণা করেন। এ দিন সৌমিত্র (Soumitra Khan) বলেন,''বিচ্ছেদ হতেই পারে। আমারও তো হয়েছে। বিয়ে স্বীকার করে নিয়ে বিচ্ছেদ করতে পারেন। উনি দায়িত্বশীল ব্যক্তি, সাংসদ।'' 


আরও পড়ুন- দিল্লিতে শুভেন্দুর সঙ্গে সৌমিত্র-অর্জুন-নিশীথ কথা, জানেনই না রাজ্য নেতারা


(Zee 24 Ghanta App: দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)