ঘরে রাখলে গণপিটুনির ভয়, উপহারের গরু ফেরালেন আজম খানের স্ত্রী
ওই গরুটি খান পরিবারকে উপহার দিয়েছিলেন গোবর্ধনপীঠের শঙ্করাচার্য
নিজস্ব প্রতিবেদন: গরু পাচারকারী সন্দেহে গণপিটুনির ঘটনা বন্ধের কোনও লক্ষণ নেই। কিছু হিন্দুত্ববাদী নেতা বলছেন, গোহত্যা বন্ধ হয়ে গেল গণপিটুনিও বন্ধ হয়ে যাবে। এর মধ্যেই উপহার পাওয়া গরু ফেরালেন সপা নেতা আজম খানের স্ত্রী ও রাজ্যসভার সাংসদ তানজিম ফাতিমা।
মঙ্গলবার জি নিউজকে ফাতিমা বলেন, ‘বাড়িতে একটা সুন্দর গরু ছিল। ওটি আমরা উপহার হিসেবে পেয়েছিলাম। এখন ভয় হচ্ছে কেউ সেটিকে মেরে ফেলে তার দায়ও আমাদের উপরে চাপিয়ে দিতে পারে। তাই সেটিকে ফিরিয়ে দিয়েছি।’
আরও পড়ুন-পাক ভোট চলাকালীন ভয়াবহ বিস্ফোরণ, মৃত কমপক্ষে ২৮
উল্লেখ্য, ওই গরুটি খান পরিবারকে উপহার দিয়েছিলেন গোবর্ধনপীঠের শঙ্করাচার্য। 'বাধ্য হয়েই' এবার সেটিকে ফিরিয়ে দিয়েছে খান পরিবার। আর গোটা পরিস্থিতির দায় এনডিএ সরকারের উপরই চাপিয়েছেন ফাতিমা।
রাজ্যসভায় সপা সাংসদ ফাতিমা এদিন বলেন, ‘গত চার বছর ধরে দেশে সন্ত্রাসের রাজত্ব শুরু করেছে এনডিএ সরকার। বিশেষ করে সংখ্যালঘুদের উপর অত্যাচার দিন দিন বাড়ছে।’
আরও পড়ুন-মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় তৃতীয় চুঁচুড়ার রিম্পা
এদিকে, আলওয়ারে গরু পাচারকারী সন্দেহে রাখবার খানের মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করলেন আজম খান। মুসলিমদের তাঁর পরামর্শ, নিজেদের সুরক্ষার জন্যই গরু থেকে দূরে থাকুন। সপা নেতার মন্তব্য, ‘দুধ ও গরুর ব্যবসার সঙ্গে যেসব মুসলিম জড়িত তাদের অনুরোধ, ব্যবসা বন্ধ করে দিন। ভবিষ্যত প্রজন্মের সুরক্ষার জন্যই এটা করা প্রয়োজন।’
প্রসঙ্গত, গরু ফেরত দেওয়ার বিষয়টি রাজনৈতিক গিমিক ছাড়া আর কিছুই নয় বলে মনে করছে রাজনৈতিক মহল। আজম খানের মতো নেতা গো রক্ষকদের ভয় ঘরে গরু রাখতে ভয় পাচ্ছেন তা ভেবে নেওয়ার কোনও যুক্তি নেই। ফলে গোরক্ষাকদের তান্ডবের মধ্যে একদফা রাজনীতিও করে নিলেন ফাতিমা এমনটাও মনে করা হচ্ছে।