ওয়েব ডেক্স : দেশীয় ভাড়ায় ছাড় ঘোষণা করার পর এবার ছাত্রছাত্রীদের জন্য সুখবর দিল এয়ার ইন্ডিয়া। দেশের অভ্যন্তরে পড়াশুনোর জন্য যাতায়াত করা ছাত্রছাত্রীদের জন্যই এই সুযোগ দেওয়া হচ্ছে বলে সংস্থার তরফে জানানো হয়েছে।


এক বিজ্ঞপ্তিতে সংস্থার তরফে জানানো হয়েছে, ১ হাজার কিলোমিটারের মধ্যে যাত্রা করতে গেলে এই টিকিটের দাম দিতে হবে ৩৫০০টাকা। অন্যদিকে, ১ হাজার কিলোমিটারের বেশি যদি যাত্রার দূরত্ব হয় তবে সেক্ষেত্রে দিতে হবে ৫৫০০ টাকা। তবে, এই ছাড় মিলবে সীমিত সময়ের জন্য। ১ জুলাই থেকে ৩১ অগাস্টের মধ্যে যাত্রার ক্ষেত্রেই মিলতে চলছে এই পরিষেবা। স্কুল, কলেজে যোগ দিতে যাওয়া বা প্রবেশিকা পরীক্ষায় বসার মত পড়াশোনা সংক্রান্ত ব্যাপারে যেসব ছাত্রছাত্রীকে বিমানে যাত্রা করতে হয়, তারাই এই বিশেষ সুবিধা পাবে বলে ওই বিজ্ঞতিতে জানানো হয়েছে।