নিজস্ব প্রতিবেদন: এক মহিলা পুলিস অফিসারকে ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করল জঙ্গিরা। জম্মু-কাশ্মীরের সোপিয়ানে ভেহিল গ্রামের নিজের বাড়ির সামনেই জঙ্গিদের গুলিতে নিহত হন স্পেশ্যাল পুলিস অফিসার (এসপিও) খুশবু জান। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুর আড়াইটে নাগাাদ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


পুলিস জানিয়েছে, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকরা। জম্মু-কাশ্মীরের পুলিস এই ঘটনার তীব্র নিন্দা করে জানিয়েছে তাদের ডিপার্টমেন্ট ওই মহিলা পুলিস অফিসারের পরিবারের পাশে রয়েছে। এ ঘটনার নিন্দা করছে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পিডিপি প্রধান মেহবুবা মুফতি। ন্যাশনাল কনফারেন্সের নেতা ওমর আবদুল্লাও টুইটে এ ঘটনার তীব্র নিন্দা করেন।


আরও পড়ুন- সুস্থ মাসুদ! মোদীকে তিরন্দাজিতে চ্যালেঞ্জ ছুড়ল জইশ প্রধান


খুশবু জানের মৃত্যুতে এসপিও-দের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে জম্মু-কাশ্মীরের পুলিসের মধ্যে। জঙ্গি দমনে এদের মাস মাইনে নিয়োগ করে রাজ্য পুলিস। অভিযোগ, তাদের না থাকত উপযুক্ত বন্দুক চালনার প্রশিক্ষণ না রয়েছে অত্যাধুনিক বন্দুকও। এ বিষয়ে মুখে কুলুপ এঁটেছে জম্মু-কাশ্মীর পুলিস।