ওয়েব ডেস্ক: কাল কি বলবেন মোদী? আপাতত এই জল্পনাতেই মশগুল আসমুদ্র হিমাচল। রীতিমতো আগে থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে বর্ষ শেষের রাতে বক্তৃতা দেবেন নমো। আর সেই বক্তৃতাতে কী বলবেন প্রধানমন্ত্রী!


অনেকেই মনে করছেন পরবর্তী পদক্ষেপ হিসাবে হয়ত বেনামি সম্পত্তির উপর কোপ পড়বে। কেউ আবার মনে করছেন যে সোনা কেনার উপর নানান নতুন নিষেধাজ্ঞা জারি হতে পারে। অনেকে আবার রসিকতা করে বলছেন থার্টি ফার্স্ট নাইটে না নীতিশের পথে হেঁটে মদ্যপানকেই নিষিদ্ধ করে দেওয়া হয়। যাই হোক আপাতত অপেক্ষার প্গর গোনা ছাড়া উপায় নেই।


আরও পড়ুন- জাকির নায়েক ও তাঁর সংস্থার বিরুদ্ধে টাকা তছরুপের মামলা করল ED