ব্যুরো: গভীর আর্থিক সঙ্কটে স্পাইস জেট এয়ারলাইনস। শুধু এ মাসেই বাতিল ঘোষণা করা হয়েছে ১৮৬১টি ফ্লাইট। এর মধ্যে কয়েকটি কাঠমাণ্ডুগামী উড়ান। বাকিগুলি সবই ঘরোয়া উড়ান। শুধু আজকের জন্যই বাতিল হয়েছে ৮১টি ফ্লাইট।


DGCA-র পক্ষ থেকে বিমান সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে, যেন কোনওভাবেই আগামী এক মাসের জন্য আগাম বুকিং না নেওয়া হয়। কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী অশোক গজপথি রাজু গত সপ্তাহে স্পাইস জেটের অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছিলেন। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার কাছেও এই উড়ান সংস্থার দেনার অঙ্ক দাঁড়িয়েছে প্রায় ২০০ কোটি। শীঘ্রই ব্যাঙ্ক গ্যারান্টির কাগজপত্র না দেখাতে পারলে স্পাইস জেটের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে তাঁরাও।