নিজস্ব প্রতিবেদন: করোনার করাল থাবায় রোজ লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তর সংখ্যা। আর তার সঙ্গে বাড়ছে আতঙ্ক। তবে সেখানেই খুশির খবর শোনাল স্বাস্থ্য মন্ত্রক। একদিনে ৭০,০০০ করোনা আক্রান্ত ব্যক্তি সুস্থ হয়ে বাড়ি ফিরলেন, যা এপর্যন্ত সর্বোচ্চ । শিক্ষক দিবসে সর্বোচ্চ করোনা জয়ী পেল দেশ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বিবৃতি দিয়ে স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে ৫ সেপ্টেম্বর ৭০ হাজার ৭২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এখন দেশে সুস্থতার হার ৭৭.২৩ শতাংশ। মৃত্যুর হার কমে হয়েছে ১.৭৩ শতাংশ।


স্বাস্থ্য মন্ত্রকের একটি রেখাচিত্র অনুযায়ী ২৪ অগস্ট সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন ৫৭ হাজার ৪৬৯ জন। ১ সেপ্টেম্বর বাড়ি ফিরেছিলেন ৬৫ হাজার ৮১ জন। ৩ সেপ্টেম্বর বাড়ি ফিরেছিলেন ৬৮ হাজার ৫৮৪ জন। ৫ সেপ্টেম্বর সংখ্যাটা ৭০ হাজার ছাড়াল। অর্থাৎ দৈনিক করোনা জয়ীর সংখ্যাটা ক্রমশ বাড়ছে।


স্বাস্থ্য মন্ত্রকের জানিয়েছে দেশে এখন নোভেল জয়ীর সংখ্যা ৩১ লক্ষ ৮০ হাজার ছাড়িয়েছে। সক্রিয় করোনা আক্রান্তর সংখ্যা ৮ লক্ষ ৬২ হাজার ৩২০। মোট আক্রান্ত ৪১ লক্ষর বেশি। প্রাণ হারিয়েছেন ৭০ হাজার ৬২৬ জন।


আরও পড়ুন: মাস্ক না পরলে ৫০০ টাকা জরিমানা, কড়া স্বাস্থ্যবিধি মেনেই সোমবার চালু নয়ডা মেট্রো