নিজস্ব প্রতিবেদন : অস্ত্রোপচার করতেই বেরিয়ে এল আস্ত একটা স্টিলের কাপ! তাও আবার মলদ্বার থেকে!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পিঠের নীচের দিকে অসহ্য ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন ষাটোর্ধ্ব এক ব্যক্তি। এন্ডোস্কপি ও এক্স-রে পরীক্ষায় ধরা পড়ে ওই ব্যক্তির খাদ্যনালীর মধ্যে কিছু একটা আটকে রয়েছে। এরপরই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিত্সকরা। অস্ত্রোপচার করতেই ওই ব্যক্তির মলদ্বার থেকে বেরিয়ে আসে একটি স্টিলের কাপ। ঘটনাটি মধ্যপ্রদেশের সাতনা জেলার।


কিন্তু এখন প্রশ্ন ওই ব্যক্তির মলদ্বারে একটা আস্ত স্টিলের কাপ ঢুকল কী করে?


জানা গিয়েছে, মধ্যপ্রদেশ সাতনা জেলার বাসিন্দা পেশায় কৃষক ওই ব্যক্তি বিগত কয়েক মাস ধরে পেটের ব্যথায় ভুগছিলেন। ব্যথায় কাহিল অবস্থায় যন্ত্রণার হাত থেকে রেহাই পেতে তিনি ছুটে গিয়েছিলেন গ্রামের হাতুড়ে ডাক্তারদের কাছে গিয়েছিলেন। তাঁরাই তাঁকে পরামর্শ দেন মলদ্বারে কাপ ঢুকানোর জন্য। এরফলে ওই ব্যক্তির পেটে ব্যথা কমবে বলেও আশ্বাস দিয়েছিলেন হাতুড়ে ডাক্তাররা।


অন্যদিকে, চিকিত্সকদের কাছে ওই ব্যক্তি দাবি করেছেন, কয়েকজন ব্যক্তি তাঁকে জোর করে ধরে তাঁর মলদ্বারে ওই গ্লাস ঢুকিয়ে দেন।



আরও পড়ুন,  পেট কাটতেই বেরিয়ে এল ৭৯০ টাকা!