ওয়েব ডেস্ক : ফের অশান্ত কাশ্মীর। আবারও নিপাপত্তারক্ষীদের উদ্দেশ্য করে পাথর ছুড়ল বিক্ষোভকারীরা। ঘটনায় আহত হয়েছেন তিনজন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার পাম্পোরে এই ঘটনাটি ঘটে। বিক্ষোভকারীদের সেখান থেকে হঠাতে গুলি চালায় নিরাপত্তারক্ষী বাহিনী। সেই সময়ই জখম হয় তিনজন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- পাক সেনাবাহিনীর ওপর সরাসরি আক্রমণের পক্ষে সওয়াল, প্রাক্তন সেনা কর্তার


কাশ্মীর পুলিসের তরফে জানানো হয়েছে, গত কয়েকদিন ধরেই এলাকায় কয়েকজন সন্দেহভাজনের গতিবিধির খবর পাওয়া যাচ্ছিল। এরপরই আজ সকালে আজ নারিস্তান ও সাম্বুরা এলাকায় তল্লাসি শুরু করে নিরাপত্তারক্ষী বাহিনী। তল্লাসির পর ফিরে আসার পথে কিছু যুবক তাদের লক্ষ্য করে পাথর ছুঁড়তে শুরু করে। তাদের ছত্রভঙ্গ করতেই গুলি চালানো হয়। আহত হয় তিনজন।