ওয়েব ডেস্ক: বন্দি বলে কী শখ থাকতে নেই! তাই এলাহি আয়োজন বন্দিদের জন্য। একেবারে আইটেম ডান্স! সুন্দরীর লাস্যে মেতে উঠেছে জেলের বন্দিরা। দিল খুশ করেছে যে, তার জন্য একটু টাকা ওড়াবে না! তাই উড়লো দেদার টাকা। এমনই কাণ্ড ঘটেছে কর্নাটকের এক জেলখানার ভিতরে। আর সেই ভিডিও হয়ে উঠেছে ভাইরাল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ঘটনা বিজয়পুরার সেন্ট্রাল জেল। সেখানে হিন্দি ফিল্ম নাগিনের জনপ্রিয় গানের সঙ্গে নেচে চলেছেন এক যুবতী। এই বিষয়ে ডিজিপি এইচএন সত্যনারায়ন রাও বলেছেন, 'কোনও আইটেম ডান্সই জেলখানায় হয়নি। বরং, জেলের মধ্যে দেশাত্মবোধক গান হয়েছে।' থানার সুপারিটেনডেন্ট পিএস আম্বেদকর বলেছেন, 'আমি এরকম হয়েছে বলে জানি না। শীঘ্রই সিসিটিভি ফুটেজ দেখব।' কিন্তু এই ভিডিও যদি সত্যি হয়, তাহলে যে অনেক প্রশ্ন থেকে যাচ্ছে! এক যুবতী রীতিমতো জেলে এসে নেচে যাচ্ছে, আর তার খবর থাকছে না জেলের অধিকর্তাদের কাছেও! তাহলে প্রশাসন করছেটা কী!