নিজস্ব প্রতিবেদন: পন্ডিচেরি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান থেকে বের করে দেওয়া হল স্বর্ণপদক প্রাপ্ত পড়ুয়াকে।  অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খোদ রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-উত্তরপ্রদেশের বিজনৌরে পুলিসের গুলিতে মৃত আইএএস পরীক্ষার্থী যুবক!


সমাবর্তন অনুষ্ঠানে পদক নিতে অস্বীকার করেন মাস কমিউনিকেশনের ছাত্রী রাবিহা আব্দুরহিম। মেডেল নিতে অস্বীকার করলেও শংসাপত্রটি গ্রহণ করেন তিনি।  রাবিহার দাবি, এক পুলিস আধিকারিক তাঁকে অডিটেরিয়াম থেকে বের করে দেন। পরে রাষ্ট্রপতি ফিরে গেলে তাঁকে ঢোকার অনুমতি দেওয়া হয়।



কেন অনুষ্ঠান থেকে বাইরে বের করে দেওয়া হয় রাবিহাকে? কেরলের বাবিসন্দা ওই ছাত্রীর দাবি, পুলিস সরাসরি কিছু বলেননি। তবে অন্যান্য ছাত্রী পুলিসকে প্রশ্ন করলে তাদের বলা হয়, সম্ভবত অন্যভাবে স্কার্ফ পরার জন্যই তাকে বাইরে যেতে বলা হয়েছে।  রাষ্ট্রপতি বেরিয়ে যাওয়ার পরই ফের হলে ঢুকতে দেওয়া হয়।



আরও পড়ুন-প্রসূতিকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে ভয়ঙ্কর দুর্ঘটনা, রামপুরহাটে নিহত দুই নাবালক –সহ ৫


ওই ঘটনার পর পদক নিতে উঠে মেডেল নিতে অস্বীকার করেন রাবিহা।  জানিয়ে দেন নাগরিকপঞ্জী ও নাগরিকত্ব আইনের প্রতিবাদে তিনি ওই মেডেল নিতে অস্বীকার করছেন।   পড়ুয়া হিসেবে এভাবেই দেশজুড়ে পড়ুয়াদের প্রতিবাদের সামিল হচ্ছি।