ওয়েব ডেস্ক: আজও অশান্ত উপত্যকা।  নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে স্কুল-কলেজের ছাত্রদের পাথর বৃষ্টি। লালচকে সেনার পাল্টা লাঠিচার্জে জখম একাধিক ছাত্র। পাক উস্কানি নিয়ন্ত্রণ রেখাতেও। সংঘর্ষ বিরতি লঙ্ঘনে  ভারতীয় সেনার পাল্টা জবাবে নিহত চার পাক সেনা। পাক সেনা আদালতে কুলভূষণ যাদবের মৃত্যুদণ্ডের নির্দেশ নিয়ে কড়া অবস্থান নিয়েছে দিল্লি। চাপের কাছে পাকিস্তান নতি স্বীকার করবে না বলে বার্তা দিয়েছেন নওয়াজ শরিফ। এই পরিস্থিতিতে নিয়ন্ত্রণ রেখায় উত্তেজনা জিইয়ে রাখতে চেষ্টার ত্রুটি রাখছে না পাক সেনা।সোমবার সকালে রজৌরির নৌসেরায় নিয়ন্ত্রণ রেখার ওপার থেকে।ভারতীয় সেনা চৌকি লক্ষ্য করে গুলি-গোলা ছুঁড়তে শুরু করে পাক বাহিনী। পাল্টা জবাব দেয় ভারতীয় সেনাও। সেনা সূত্রে খবর, তাতে ধ্বংস হয়ে যায় নিয়ন্ত্রণ রেখার কাছে পাক বাহিনীর শিবির। গরম পড়তেই জঙ্গি ঢোকাতে পাক সেনা কভার ফায়ারিং শুরু করে দিয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। স্থানীয় প্রশাসন নৌসেরার বাসিন্দাদের ঘরের বাইরে বেরোতে বারণ করেছে। বন্ধ হয়ে গেছে স্কুল। স্কুলের পোশাকে ছাত্ররাও এ বার নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে পাথর ছোঁড়া শুরু করে দিল। শনিবার পুলওয়ামার কলেজে সেনার বিরুদ্ধে দমন-পীড়নের অভিযোগে এ দিন কাশ্মীরের বিভিন্ন এলাকায় মিছিল বের করে ছাত্ররা। মিছিল আটকালে শুরু হয়ে যায় পাথর ছোঁড়া। সব চেয়ে খারাপ পরিস্থিতি তৈরি হয় লালচকে। শ্রী প্রতাপ কলেজ এবং শ্রী প্রতাপ হায়ার সেকেন্ডারি স্কুলের ছাত্ররা লাগাতার পাথর-বৃষ্টি শুরু করে। নিরাপত্তা বাহিনীর কর্মীরা পাল্টা লাঠিচার্জ করলে একাধিক ছাত্র জখম হয় বলে দাবি।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন মোদী ঝড় সামলাতে বিজু পট্টনায়েকের শরণাপন্ন ওড়িশার বিজেডি সরকার


শ্রীনগর লোকসভা উপ-নির্বাচনের দিন বদগামের বাসিন্দা ফারুক আহমেদ দারকে সেনা জিপে বেঁধে ঘোরানোর ছবি ভাইরাল হয়ে যায়। কাশ্মীরী যুবককে মানব ঢাল হিসাবে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ ওঠে। কয়েকজন সেনাকর্মীর বিরুদ্ধে দায়ের হয় FIR. এই ঘটনায় সোমবার আনুষ্ঠানিকভাবে মামলা দায়ের করে সেনা এবং সীমান্ত রক্ষী বাহিনীর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিস। ডেপুটি সুপার পদমর্যাদার এক অফিসারকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। সেনার দাবি, নয়ই এপ্রিল তাদের একটি ইউনিটকে স্থানীয় বাসিন্দারা ঘিরে ফেলায় আত্মরক্ষার জন্যই এক যুবককে জিপে বাঁধতে বাধ্য হন তিপ্পান্ন রাষ্ট্রীয় রাইফেলসের কয়েকজন জওয়ান।


আরও পড়ুন  বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠকে তিন তালাক নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী