নিজস্ব প্রতিবেদন: রোজ সকালে জাহির করতে হবে দেশভক্তি। স্কুল পড়ুয়াদের প্রতি এমনই ফরমান জারি করল মধ্যপ্রদেশ সরকার।
শিবরাজ সিং চৌহান সরকারের শিক্ষামন্ত্রী বিজয় শাহ জানিয়েছেন, ‘‘এখন থেকে সরকারি স্কুলে নাম ডাকার সময়ে পড়ুয়াদের ‘ইয়েস স্যার’,‘ইয়েস ম্যাম’-এর পরিবর্তে বলতে হবে ‘জয় হিন্দ’। এতে পড়ুয়াদের মধ্যে মধ্যে দেশভক্তি বাড়বে। এতে কারও কোনও আপত্তি হবে না বলেই মনে হয়।’’
আরও পড়ুন-পুনর্নির্বাচনে দাবাং পুলিস! বহিরাগতদের বাইকে ধাওয়া, অস্ত্র ফেলে ছুট দুষ্কৃতী
সরকার যে এরকম একটি নির্দেশিকা জারি করতে চলেছে, তা ২০১৭ সালেই আভাস দিয়েছিলেন বিজয় শাহ। রাজ্যের ১.২২ স্কুলে ওই নির্দেশিকা কার্যকর করা হবে। এমনকী রাজ্যের বেসরকারি স্কুলগুলিতেও তা কার্যকর করা হবে।
আরও পড়ুন-ভোট পরবর্তী অশান্তি: মগরাহাটে এলোপাথাড়ি গুলিতে আহত ৬, আক্রান্ত পুলিস
২০১৭ সালের ১ অক্টোবর রাজ্যের সাতারা জেলায় একই ধরনের নির্দেশিকা জারি করে জেলা প্রশাসন। তখন বিজয় শাহ ঘোষণা করেন, ‘এই উদ্যোগ যদি সফল হয় তাহলে গোটা রাজ্যের স্কুলগুলির জন্য জারি করা হবে একই নির্দেশিকা। এনিয়ে মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের অনুমতিও নেওয়া হবে।’