নিজস্ব প্রতিবেদন: আরও দামি হল ভর্তুকি‌যুক্ত রান্নার গ্যাস। সিলিন্ডারপিছু দাম বাড়ল ২.৭১ টাকা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-শহরের এই প্রথম চিনা মাদকের হদিশ, উদ্ধার ৪০ কোটি টাকার ১৯৭ কেজি মাদক


শনিবার মধ্যরাত থেকে দিল্লিতে রান্নার গ্যাসের দাম পড়বে সিলিন্ডারপিছু ৪৯৩.৫৫ টাকা। জানিয়েছে ইন্ডিয়ান অয়েল। টাকার দাম কমে ‌যাওয়া ও গ্যাসের দামের উপরে কর চাপানোর ফলেই এই দাম বৃদ্ধি বলে ‌জানা ‌যাচ্ছে।


আরও পড়ুন-জিও-র মতো ইন্টারনেট দুনিয়ায় ফের ধামাকাদার প্রোজেক্ট আনছেন মুকেশ অম্বানি


উল্লেখ্য, তেল কোম্পানিগুলি প্রতি মাসের ১ তারিখে রান্নার গ্যাসের দাম নতুন করে নির্ধারণ করে থাকে। সিএসটি চাপানোর ফলেই এই দাম বাড়ল বলে জানা ‌যাচ্ছে। ভর্তুকি‌যুক্ত রান্নার গ্যাসের পাশাপাশি ভর্তুকি‌হীন রান্নার গ্যাসের দামও সিলিন্ডারপিছু ৫৫.৫০ টাকা বাড়বে বলে জানা ‌যাচ্ছে।