ওয়েব ডেস্ক : রোজভ্যালি কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নাম করে ২০১০ থেকে ২০১৩ পর্যন্ত  দু'দফায় ১০ লক্ষ টাকা আদায় করেছেন একাধিক ব্যক্তি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

CBI-এর দাবি, ২০১০ সালে মহম্মদ কালাম এক ব্যক্তি রোজভ্যালি অফিস থেকে সুদীপের নাম করে ৫ লক্ষ টাকা নেন। দু বছর পর একই ঘটনা। গৌতম সরকার নামে আরেক ব্যক্তি রোজভ্যালির অফিস থেকে  সুদীপের নামে ৫ লক্ষ টাকা নেন।


২০১ ৩-য় ৫ লক্ষ টাকা দিয়ে ইতালি-ইউরোপ ট্যুর বুক করেন তৃণমূলের লোকসভার দলনেতা। CBI-এর দাবি, রোজভ্যালি ট্যুর ও ট্রাভেল আরও ১৮ লক্ষ টাকা দিয়ে সেই ট্যুর প্যাকেজ আপডেট করে দেয়।  



আরও পড়ুন, CBI লক আপে সারা রাত জেগে, সকালে সুদীপ খেলেন এক কাপ লাল চা